ঢাকাশনিবার , ১০ জুন ২০২৩
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

প্রসঙ্গ: বাজেটে

জিডিপির ৩ শতাংশ স্বাস্থ্যখাতে বরাদ্দ দিলে দ্বিগুণ স্বাস্থ্যসেবা দিতে পারতাম : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
জুন ১০, ২০২৩ ৪:১১ পূর্বাহ্ণ । ২৬৮ জন

বাংলাদেশের স্বাস্থ্যখাতে মোট দেশজ আয়-জিডিপির মাত্র ১ শতাংশ বরাদ্দ হয় স্বাস্থ্যখাতে। এই বরাদ্দ নিয়েই আমরা স্বাস্থ্যখাতে সব কাজ করা হয় বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। বলেছেন, বাজেটে স্বাস্থ্যখাতের বরাদ্দ বেড়েছে মাত্র ১২’শ কোটি টাকা। যা দেশের জনসংখ্যার তুলনায় খুবই কম।

স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক বলেন, স্বাস্থ্যখাতে জিডিপির ২ থেকে ৩ শতাংশ বরাদ্দ করা হলে দেশের মোট জনসংখ্যার আনুপাতিক হারে দ্বিগুণ স্বাস্থ্য সেবা দেয়া সম্ভব হতো। আমরা বর্তমানে খুব অল্প বাজেটে করি।আমাদের আশেপাশের দেশে ৩, ৪ ও ৮ শতাংশ এমনকী জিডিপির ১০ শতাংশ পর্যন্ত স্বাস্থ্য খাতে ব্যয় করে। যেন স্বাস্থ্য সেবাটা ভাল ভাবে দেয়া যায়। বৃহস্পতিবার ওসমানি স্মৃতি মিলনায়তনে নার্সিং ও মিডওয়াইফারি দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথীর বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। বর্তমানে দেশে ৪০ হাজার নার্স ও মিডওয়াইফারি কর্মরত রয়েছে বলে জানান জাহিদ মালেক।