ঢাকাশুক্রবার , ১০ নভেম্বর ২০২৩

ব্যতিক্রমী স্তন ক্যান্সার সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১০, ২০২৩ ১১:০৫ পূর্বাহ্ণ । ১৩৫ জন

বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম আজ ‍শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ বিকেল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত ২/২৩ ইকবাল রোড, মোহাম্মদপুরে বাংলাদেশ ওয়াইডাব্লিওসিএ কেন্দ্রীয় কার্যালয়ের ৬ তলায় মনোরম পরিবেশে স্তন ক্যান্সার সম্মেলন আয়োজন করবে।

বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে সীমিত আয়োজনে ব্যতিক্রমী ও সমন্বিত একটি সম্মেলনের প্রস্তুতি নিচ্ছি। সচরাচর ক্যান্সার সম্মেলন যেমন হয়, পাঁচ তারকা ভেনু, জৌলুস, মূলতঃ বিশেষজ্ঞ চিকিৎসকদের উপস্থিতি ও তাদের উপযোগী উপস্থাপনা- এর বিপরীতে ক্যান্সার প্রতিরোধে যারা কাজ করেন, সেইসব সংগঠক, সমাজকর্মী, স্বেচ্ছাসেবী এবং ভূক্তভোগীদের জন্য তাদের উপযোগী বৈজ্ঞানিক অধিবেশন যেমন থাকবে, তেমনি স্তন ক্যান্সারের আর্থ-সামাজিক প্রভাব, স্তন ক্যান্সারের বিরুদ্ধে লড়াই ও ভূক্তভোগীদের অভিজ্ঞতা, জাতীয় কৌশল ও কর্মসূচী পর্যালোচনা ও করণীয় নিয়ে মতবিনিময় থাকবে।

সম্মেলনের উদ্বোধন হবে বিকেল ৩ টায়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক অধ্যাপক শুভাগত চৌধুরী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ছয়েফ উদ্দিন আহমেদ, সাবেক স্বাস্থ্য সচিব সিরাজুল ইসলাম, সাবেক সচিব ও পরিকল্পনা কমিশনের সদস্য আবুল কালাম আজাদ, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক নিজামুল হক, মুগদা মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক মুস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করবেন ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী অধ্যাপক সা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।

বৈজ্ঞানিক ও আর্থসামাজিক অধিবেশনে আলোচনা করবেন ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক মোহাম্মদ গোলাম মোস্তফা, অধ্যাপক কাজী মনজুর কাদের, অধ্যাপক সৈয়দ আকরাম হোসেন, স্বাস্থ্য অর্থনীতিবিদ অধ্যাপক সৈয়দ আব্দুল হামিদ, নারী নেত্রী শিরীন হক সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।