ঢাকামঙ্গলবার , ৫ ডিসেম্বর ২০২৩
  • অন্যান্য

সীমান্ত হত্যা

ঠাকুরগাঁওয়ে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করল বিএসএফ

পাবলিক হেলথ ডেস্ক
ডিসেম্বর ৫, ২০২৩ ১২:৩৮ অপরাহ্ণ । ২১৮ জন

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা ডাবরী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এছাড়া জেলার বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্ত এলাকায় বিএসএফের আরো এক যুবক আহত হয়েছেন বলে জানা গেছে। গত সোমবার ০৪ ডিসেম্বর ভোর রাতে এ ঘটনা ঘটে।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে হরিপুর থানার ওসি ফিরোজ ওয়াহিদ ও ঠাকুরগাঁওয়ের ৫০ বিজিবির কাঁঠালডাঙ্গী বিওপির কোম্পানি কমান্ডার এন্তাজুল হক সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

নিহতরা হলেন উপজেলার গেদুড়া ইউনিয়নের গেরুয়াডাঙ্গী গ্রামের নজরুল ইসলামের ছেলে মখলেছুর রহমান (২৭) এবং একই এলাকার আব্দুল বাসেদের ছেলে জহুরুল ইসলাম (২৬)। বিজিবি জানায়, বিকেলে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকে জহুরুলের লাশ ফেরত চাওয়া হয়েছে।