ঢাকারবিবার , ৩১ ডিসেম্বর ২০২৩
  • অন্যান্য

স্বাস্থ্য সচেতনতা বাড়াতে এসএসসি ২০০১ বাংলাদেশ ফাউন্ডেশনের নানা উদ্যোগ

পাবলিক হেলথ ডেস্ক
ডিসেম্বর ৩১, ২০২৩ ৮:৪২ অপরাহ্ণ । ২০৩ জন

‘সুস্থ রাখতে দেহ ও মন, নিয়মিত হাঁটা প্রয়োজন’—এ স্লোগান সামনে রেখে মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা ছড়িয়ে দিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে এসএসসি-২০০১ বাংলাদেশ ফাউন্ডেশন। সারা দেশের এসএসসি ২০০১ ব্যাচের বন্ধুদের এ উদ্যোগের অংশ হিসেবে শনিবার ৩০ ডিসেম্বর সকাল সাতটা থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কুড়িল বিশ্বরোড থেকে ৩০০ ফুট ওয়াকওয়ে ধরে ৫ কিলোমিটার হাঁটা, চিকিৎসকদের নিয়ে স্বাস্থ্য সচেতনতার জন্য সেমিনার ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় মানুষকে সচেতন করতে ৪০ শতাংশ ডিসকাউন্টে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়। CBC, RBS, S creatinine, HBsAg, S lipid profile পরীক্ষাগুলো প্যাকেজের অন্তর্ভুক্ত।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মুহিত রহমান চৌধুরী বলেন, ‘শরীর সুস্থ রাখার অন্যতম মহৌষধ নিয়মিত হাঁটা। গত এক মাসে আমাদের এসএসসি-২০০১ ও এইচএসসি-২০০৩ বাংলাদেশ কমিউনিটিতে এ ক্যাম্পেইনের ফলে আমরা ব্যাপক সারা পেয়েছি।’

সেমিনারে বক্তা ছিলেন এসএসসি ২০০১ ব্যাচের শিক্ষার্থী চিকিৎসক গাউছুল আজম, মোস্তফা কামাল আরেফিন, নাছরিন আক্তার সিমু, আহমেদ ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার হাফিজুর রহমান রিয়েল, অতিরিক্ত উপপুলিশ কমিশনার তাপস রঞ্জন ঘোষ। আয়োজনের স্পনসর কার সিটির স্বত্বাধিকারী জুবায়ের রহমানসহ অনেকে।