ঢাকাশনিবার , ১৭ জুন ২০২৩
  • অন্যান্য

ডেঙ্গুতে একদিনে মৃত্যু ৪ জন, হাসপাতালে ৪৭৭ নতুন রোগী ভর্তি : স্বাস্থ্য অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক:
জুন ১৭, ২০২৩ ১২:৩৪ অপরাহ্ণ । ৩২১ জন

এবার একদিনে ডেঙ্গুতে মারা গেল ৪ জন। এ নিয়ে চলতি বছরের ১৭ জুন পর্যন্ত মোট ৩৩ জন প্রাণ হারালো ৩৩ জন রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গেল ২৪ ঘন্টায় ঢাকায় ডেঙ্গু আক্রান্ত ৪০২ জন রোগী ভর্তি হয়েছে। এছাড়া ঢাকার বাইরে নতুন রোগী আরও ৭৫ জন। সবমিলিয়ে গেল ২৪ ঘন্টায় রেকর্ড ৪৭৭ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে হাসপাতালে।

স্বাস্থ্য অধিদপ্তর পরিসংখ্যান বলছে, চলতি বছরের ১লা জানুয়ারি থেকে ১৭ জুন পর্যন্ত সব মিলিয়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৬০৩ জন। এরমধ্যে ঢাকাতেই ৩ হাজার ৫৭৫ জন। এবার বর্ষার আগেই ডেঙ্গুর প্রকোপ ভয়বাহ আকার ধারণ করেছে। ভরা বর্ষায় পরিস্থিত আরও খারাপ হওয়ার শংকা গবেষকদের।