ঢাকাবৃহস্পতিবার , ৪ জানুয়ারি ২০২৪
  • অন্যান্য

নিরাপদ নগরী বিনির্মাণে ৯ সুপারিশ

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ৪, ২০২৪ ৬:১৫ অপরাহ্ণ । ১৬৪ জন

অবকাঠামোর ক্ষেত্রে অনেক উন্নতি হলেও সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র থেকে শুরু করে সার্বিকভাবে দেশের অবকাঠামো প্রতিবন্ধীবান্ধব হয়ে ওঠেনি। দেশের মানুষের বিরাট অংশ এখনো সুপেয় পানির সুযোগ থেকে বঞ্চিত। চিকিৎসাসেবা পাওয়ার ক্ষেত্রে দলিত সম্প্রদায়ের মানুষেরা এখনো অস্পৃশ্যতার শিকার। প্রান্তিক মানুষেরা

এখনো মানসম্মত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। সামাজিক নিরাপত্তা ভাতা পাওয়ার ক্ষেত্রে প্রান্তিক মানুষেরা এখনো বৈষম্যের শিকার। এসব প্রেক্ষাপটে নাগরিক সংলাপে অংশগ্রহণকারীরা সুপারিশ তুলে ধরেন:

• প্রতিবন্ধীবান্ধব অবকাঠামো নির্মাণ

• সব নাগরিককের জন্য সুপেয় পানির সরবরাহ নিশ্চিত করা

• বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত কর্মীদের সুরক্ষা সামগ্রী সরবরাহ করা

• সুবিধাবঞ্চিত নাগরিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে দুর্নীতি ও হয়রানিমুক্ত সুচিকিৎসা নিশ্চিত করা।

• . স্বাস্থসেবার মান উন্নত করা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা

• প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ এবং জাতীয় কর্মপরিকল্পনা ২০১৯-এর সঠিক বাস্তবায়ন করা

• পুনর্বাসন ছাড়া কাউকে উচ্ছেদ না করা

• বৈষম্যবিরোধী আইন প্রণয়ন ও বাস্তবায়ন করা