ঢাকাশনিবার , ৬ জানুয়ারি ২০২৪
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

সড়কের ভোগান্তিতে যাত্রীর আক্ষেপ ‘মনে হয় এ দেশে জন্মগ্রহণ করে ভুল করেছি’

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ৬, ২০২৪ ৩:০৩ অপরাহ্ণ । ১৫৫ জন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন শনিবার (৬ জানুয়ারি) সারাদেশে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলোর টানা ৪৮ ঘণ্টার হরতাল চলছে। এ হরতালের কারণে মহাখালী বাস টার্মিনালে কমেছে যাত্রী। ফলে বিভিন্ন গন্তব্যে বাসও ছাড়ছে কম। এতে যে কয়জন যাত্রী ঘর থেকে বের হয়েছেন, তারা পড়েছেন ভোগান্তিতে।

পরিবহন শ্রমিক মালিকরা জানিয়েছেন, প্রতি হরতালেই মহাখালী বাস টার্মিনাল যাত্রী কম থাকে। তবে আজকের হরতালে অন্য যে কোনো সময়ের থেকে যাত্রী বেশি কম। আর কম যাত্রী নিয়ে গন্তব্যে রওনা দিলে বাসের খরচে উঠবে না। ফলে পর্যাপ্ত যাত্রী ছাড়া বাসগুলো গন্তব্যে ছাড়ছে না।

শনিবার (৬ জানুয়ারি) সকালে সাড়ে ১০টায় মহাখালী বাস টার্মিনালে দেখা যায়, টার্মিনালের ভেতর এবং বাইরে শত শত বাস পার্কিং করে রাখা হয়েছে। কিন্তু টার্মিনালে যাত্রীর চাপ নেই বললেই চলে। শুধু ময়মনসিংহগামী এনা পরিবহনের কাউন্টারে কিছু বাস এবং যাত্রী দেখা গেছে। বাকি কাউন্টারে তেমন যাত্রী চোখে পড়েনি। ফলে অলস সময় পার করছেন পরিবহন শ্রমিকরা।

সকাল সাড়ে ১০টায় রাজধানীর ঝিগাতলা থেকে মহাখালী বাস টার্মিনালে যান ব্যবসায়ী জামাল বেপারী। তিনি যাবেন শেরপুরে। কিন্তু আধা ঘণ্টা দাঁড়িয়ে থেকেও কোনো বাস পাননি।

এসময় পাশে থাকা আরেক যাত্রী কামাল হোসেন আক্ষেপের সঙ্গে বলেন, দেশে কে ক্ষমতায় এলো, আর কে ক্ষমতা ছাড়লো তা জেনে আমাদের কোনো লাভ নেই। আমরা এখন নিজের চাকরি-ব্যবসা নিয়ে ব্যস্ত। তবে অনিচ্ছা সত্ত্বেও যখন জনগণকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়, রাজনৈতিক কর্মসূচির নামে যানবাহন বন্ধ করে দেওয়া হয়, তখন খুব কষ্ট হয়। মনে হয় এ দেশের জন্মগ্রহণ করে ভুল করেছি। তাই রাজনৈতিক দলগুলোকে হরতাল-অবরোধের মতো কর্মসূচি থেকে বিরত থাকতে হবে।