ঢাকামঙ্গলবার , ২০ ফেব্রুয়ারি ২০২৪
  • অন্যান্য

ব্যাংকাসুরেন্স বিষয়ে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২০, ২০২৪ ১:১৩ অপরাহ্ণ । ১২৯ জন

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ব্যাংকাসুরেন্স বিষয়ে একটি মতবিনিময় সভার আয়োজন করেছে। গতকাল ১৯ ফেব্রুয়ারি ২০২৪ অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ার‌ম্যান জনাব মোহাম্মদ জয়নুল বারী।

সভায় বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন, বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির প্রতিনিধিগণ ছাড়াও বিভিন্ন ব্যাংকের মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তাগণসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সভায় ব্যাংকাসুরেন্স বিষয়ে বাংলাদেশ ব্যাংক এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কর্তৃক জারিকৃত গুরুত্বপূর্ণ দিক উপস্থাপন করেন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (লাইফ) ড. মোঃ আশরাফুজ্জামান।

মতবিনিময়কালে বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং প্রতিনিধিগণ ব্যাংকাসুরেন্স চালুর বিষয়ে তাঁদের আগ্রহ-উদ্দীপনা ও নিজ নিজ ব্যাংকের প্রস্তুতির বিষয় উল্লেখ করেন। পাশাপাশি বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও প্রতিনিধিগণ তাঁদের অবস্থান তুলে ধরেন।

সভাপতি সমাপনী বক্তব্যে বলেন, ব্যাংকাসুরেন্স চালু হলে ব্যাংকের প্রশিক্ষিত ও দক্ষ জনবলের মাধ্যমে বীমা পণ্য ব্যাংকের গ্রাহকদের মধ্যে বিপণন করা হবে। ফলে বীমা গ্রাহকের সংখ্যা বৃদ্ধি পাবে, বীমা পলিসি তামাদির হার হ্রাস পাবে। সার্বিক ভাবে বীমার পেনিট্রেশন বৃদ্ধি পাবে। তিনি ব্যাংকের গ্রাহকদের বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন নতুন বীমা পরিকল্প নিয়ে আসার জন্য বীমাকারীদের পরামর্শ দেন। ব্যাংকাসুরেন্স সফলভাবে চালু করার জন্য ব্যাংক ও বীমা কোম্পানিগুলোকে সহযোগিতামূলক ও অংশীদারিত্বমূলক মনোভাব নিয়ে অগ্রসর হওয়ার জন্য সকলকে পরামর্শ প্রদান করেন। বীমাদাবী পরিশোধসহ গ্রাহক সেবার মান উন্নয়নের উপর তিনি গুরুত্ব আরোপ করেন।