ঢাকাবুধবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৪
  • অন্যান্য

ডেপুটি গভর্নর হলেন খুরশীদ আলম ও হাবিবুর রহমান

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৮, ২০২৪ ৫:২২ অপরাহ্ণ । ১৪৩ জন

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পেলেন ড. হাবিবুর রহমান ও খুরশীদ আলম। আগামী ৩ বছরের জন্য তাদের এ পদে নিয়োগ দিয়ে আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি ২০২৪) প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক ড. হাবিবুর রহমান বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হিসেবে কর্মরত আছেন। একই প্রতিষ্ঠানে নির্বাহী পরিচালক হিসেবে কর্মরত খুরশীদ আলম।

অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্তমান পদ থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ ও অবসর-উত্তর ছুটি (পিআরএল) স্থগিতের শর্তে তাদেরকে ডেপুটি গভর্নর পদে ৩ বছরের জন্য চুক্তিভিত্তি নিয়োগ দেয়া হয়েছে। বর্তমানে বাংলাদেশ ব্যাংকে দুজন ডেপুটি গভর্নর আছেন। তাঁরা হলেন কাজী ছাইদুর রহমান ও নুরুন নাহার। ড. হাবিবুর রহমান ও খুরশীদ আলমের নিয়োগের ফলে ডেপুটি গভর্নরের সংখ্যা দাঁড়াবে চার।