ঢাকারবিবার , ৩ মার্চ ২০২৪
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

জেলাপ্রশাসক সম্মেলন ২০২৪ গৃহীত সিদ্ধান্ত

অভিযান চলবে অনুমোদনবিহীন হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক
মার্চ ৩, ২০২৪ ৮:০৭ অপরাহ্ণ । ৯৩ জন

ঢাকাসহ সারাদেশে চলমান বিধি-বহির্ভূত ও অনুমোদনবিহীন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান পরিচালনা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ রোববার জেলাপ্রশাসক সম্মেলন ২০২৪ এর প্রথম দিনের দ্বিতীয় অধিবেশনে এ সিদ্ধান্ত নেয়া হয়।

অধিবেশনে স্বাস্থ্য সেবা বিভাগ সম্পর্কিত আলোচিত উল্লেখযোগ্য বিষয়সমূহ হলো, সারাদেশে ১৭টি ট্রমা সেন্টারে জনবল নিয়োগ, সরকারি হাসপাতালগুলোতে অনলাইন টিকেট সিস্টেম চালু করার সিদ্ধান্ত হয়।

এছাড়াও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের দু’টি নির্মাণাধীন ভবন দ্রুত সম্পন্ন করা, MATS (Medical Assistant Training School) সমূহে শিক্ষক ও কর্মচারী দ্রুত নিয়োগের বিষয়টি আলোচনা হয়েছে জেলাপ্রশাসক সম্মেলনে।

পাশাপাশি সম্মেলনে ইউনিয়ন মা ও শিশু কল্যাণ কেন্দ্রে দ্রুত জনবল নিয়োগ এবং ২৪/৭ সেবা প্রদান নিশ্চিতকরণের বিষয়ে আলোচনা হয়েছে; একইসঙ্গে দেশের সকল উপজেলায় পর্যায়ক্রমে সমন্বিত মা ও শিশু স্বাস্থ্য সেবার মাধ্যমে বাসাবাড়ির পরিবর্তে চিকিৎসা কেন্দ্রে প্রসব সেবা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়েছে।