ঢাকামঙ্গলবার , ৫ মার্চ ২০২৪
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

দিনে বাংলামটর, রাতে লালবাগে বেশি শব্দদূষণ

নিজস্ব প্রতিবেদক
মার্চ ৫, ২০২৪ ১০:০৯ পূর্বাহ্ণ । ৭৪ জন

শব্দদূষণ এমন মাত্রায় পৌঁছেছে যে, ঢাকার সবচেয়ে নীরব এলাকার শব্দের মাত্রাও মানমাত্রার চেয়ে আড়াই গুণ বেশি। রাজধানীতে দিনে সবচেয়ে বেশি শব্দদূষণ হয় বাংলামটরে, রাতে লালবাগে বলেন, পরিজার সভাপতি প্রকৌশলী আবদুস সোবহান। গতকাল (৪ মার্চ ২০২৪) সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন আন্দোলনের (পরিজা) জরিপে এসব তথ্য উঠে এসেছে।

তিনি বলেন, আমরা এ বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে ঢাকার ৪৫টি স্থানে শব্দের মাত্রা পরিমাপ করি। স্থানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো– মানিক মিয়া অ্যাভিনিউ, আসাদগেট, বাংলামটর, শাহবাগ, প্রেস ক্লাব, পল্টন, ঢাকা বিশ্ববিদ্যালয়, নীলক্ষেত, আজিমপুর, কলাবাগান, ধানমন্ডি, পান্থপথ, রাসেল স্কয়ার, ধানমন্ডি ২৭, কলেজগেট, শ্যামলী, আগারগাঁও, পলাশী, লালবাগ সেকশন, নাজিরাবাজার ও সচিবালয় এলাকা। জরিপ করা স্থানগুলো নীরব, আবাসিক, মিশ্র ও বাণিজ্যিক এলাকা। প্রতিটি এলাকায় দিন-রাতের শব্দের মাত্রা পরিমাপ করা হয়। এ ছাড়া বাসের ভেতরে শব্দের মাত্রাও পরিমাপ করা হয়। বাংলামটর এলাকায় সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সবচেয়ে বেশি শব্দ থাকে। এ সময়ে এই এলাকায় শব্দের মাত্রা ১০৩ দশমিক ৮ ডেসিবল। অন্যদিকে রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত সময়ে শব্দের মাত্রা সবচেয়ে বেশি লালবাগে, যা ১০১ দশমিক ৫ ডেসিবল।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নীরব এলাকায় দিনে শব্দের মাত্রা মানমাত্রার চেয়ে দুই গুণের বেশি এবং রাতে শব্দের মাত্রা মানমাত্রার চেয়ে আড়াই গুণের বেশি। আবাসিক এলাকায় দিনে শব্দের মাত্রা মানমাত্রার চেয়ে দেড় গুণের বেশি। আবাসিক এলাকায় রাতে শব্দের মাত্রা মানমাত্রার চেয়ে দুই গুণের বেশি। মিশ্র এলাকায় দিনে শব্দের মাত্রা মানমাত্রার চেয়ে দেড় গুণের বেশি। মিশ্র এলাকায় রাতে শব্দের মাত্রা মানমাত্রার চেয়ে দুই গুণের বেশি। বাণিজ্যিক এলাকায় দিন ও রাতে শব্দের মাত্রা মানমাত্রার চেয়ে দেড় গুণ বেশি। নীরব এলাকায় দিনে শব্দের মাত্রা সবচেয়ে বেশি সচিবালয় এলাকায়, যা ১০১ দশমিক ৭ ডেসিবল।

সংবাদ সম্মেলনে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মোশতাক হোসেন বলেন, শব্দদূষণের কারণে মানুষ শুধু শ্রবণশক্তি হারায় না, নানা ধরনের জটিল রোগেও মানুষ আক্রান্ত হয়। সংবাদ সম্মেলনে আলোচক হিসেবে আরও ছিলেন নগর গবেষক মো. জাহাঙ্গীর আলম, পরিজার সহসভাপতি ক্যামেলিয়া চেম্বরী, যুগ্ম সাধারণ সম্পাদক আমির হাসান প্রমুখ।