ঢাকাশনিবার , ৯ মার্চ ২০২৪
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

নবীনগর-চন্দ্রা মহাসড়কে তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক
মার্চ ৯, ২০২৪ ৬:৪৩ অপরাহ্ণ । ১১২ জন

ঢাকার সাভারে নবীনগর-চন্দ্রা মহাসড়কে সংস্কার কাজ চলমান থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ফলে তীব্র গরমে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আজ (৯ মার্চ) শনিবার বেলা ১১টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়ক ঘুরে দেখা যায়, ইপিজেড থেকে নবীনগর পর্যন্ত সাভারমুখী লেনের প্রায় পাঁচ কিলোমিটারজুড়ে যানজট সৃষ্টি হয়েছে।

সড়ক ও জনপদ বিভাগ জানায়, প্রায় মাস ধরে চলবে সংস্কার কার্যক্রম। যদিও রমজানের আগে এমন পরিস্থিতি নিয়ে নাখোশ স্থানীয়রা।

সাভার পরিবহনের যাত্রী ময়নাল হোসেন জানান, বেলা ১১টার দিকে জরুরি কাজে সাভারের উদ্দেশ্যে রওনা হই। কিন্তু বাইপাইল থেকে মাত্র এক কিলোমিটার পথ আসতেই প্রায় ঘণ্টা সময় লেগেছ। তার উপর অতিরিক্ত গরমে অবস্থা নাজুক। পরে জানতে পারলাম, সড়ক ও জনপদ বিভাগ রাস্তা আটকে রেখে সংস্কার কাজ করায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

আরেক বাস যাত্রী বুলবুল আহমেদ বলেন, সামনে রোজা এখন যদি প্রতিদিন এমন যানজট পার হয়ে কাজে যেতে হয় তবে কষ্টের শেষ থাকবে না। সড়কের সংস্কার কাজগুলো আরও আগে করা উচিত ছিল।

নবীনগর ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) আতিকুল ইসলাম জানান, গত দুই-তিন ধরে সড়ক সংস্কার কাজের জন্য এদিকের সড়কে মাঝেমধ্যে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। আজ নবীনগর এলাকায় সড়ক আটকে রেখে সংস্কার কাজ করায় গাড়ির চাপ অনেক বেড়েছে। অতিরিক্ত যানবাহনের সামাল দিতে ট্রাফিক পুলিশকে হিমশিম খেতে হচ্ছে।

মানিকগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নয়ারহাট শাখার উপ-সহকারী প্রকৌশলী দেবাশীষ সাহা বলেন, নবীনগর-চন্দ্রা মহাসড়কে পাথর বিছিয়ে সংস্কার করা হচ্ছে। এসময় সড়কের একাংশ বন্ধ করে কাজ করায় গাড়ির চাপ বৃদ্ধি পেয়েছে। প্রায় মাসব্যাপী ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কে এ সংস্কার কাজ চলবে।