ঢাকাসোমবার , ১১ মার্চ ২০২৪
  • অন্যান্য

৮ স্থানীয় বাজার থেকে নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য ক্রয়ের আহ্বান কৃষি অধিদপ্তরের

নিজস্ব প্রতিবেদক
মার্চ ১১, ২০২৪ ৭:১৭ অপরাহ্ণ । ১৩১ জন

মাহে রমজানের উপলক্ষ্যে ৮ স্থানীয় বাজার থেকে নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য ক্রয়ের আহ্বান জানিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর। আজ সোমবার (১১ মার্চ ২০২৪) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান। একইসঙ্গে জেলা তথ্য অফিসের সহায়তায় ব্যবসায়ী ও ভোক্তা সাধারণের জ্ঞাতার্থে মাইকিং ও লিফলেট আকারে জরুরী ভিত্তিতে প্রচার করারও নির্দেশ দিয়েছে।

যে ৮ স্থানীয় বাজার থেকে কৃষি ও নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য ক্রয়ের আহ্বান

## আপনার এলাকায় পর্যাপ্ত কৃষিপণ্য উৎপাদন ও সরবরাহ আছে, সেহেতু অহেতুক বিচলিত না হয়ে সরাসরি বাজার হতে টাটকা সামগ্রী ক্রয়ের অভ্যাস গড়ে তুলুন এবং আর্থিক ভাবে লাভবান হোন;

## খাদ্যদ্রব্য ও কৃষিপণ্য সামগ্রীর গুনগত মান বজায় রাখুন এবং জনসাধারণের দুর্ভোগের কথা বিবেচনা করে কৃষি ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী স্বল্প লাভে বিক্রয় করুন;

## এক সঙ্গে অতিরিক্ত পণ্য ক্রয় না করে প্রয়োজন অনুযায়ী পণ্য ক্রয়ের অভ্যাস গড়ে তুলুন। এতে সুযোগ সন্ধানীগণের অবৈধ উপায়ে মুনাফা অর্জনের সুযোগ হ্রাস পাবে;

## খাদ্য পণ্যের বহুমুখী ও বিকল্প ব্যবহারের অভ্যাস গড়ে তুলুন এবং অধিকহারে দেশীয় ফলমূলের পুষ্টিমান গ্রহণ করুন;

## শাকসবজি, ফল, মাছসহ বিভিন্ন খাদ্য দ্রব্যে কোন প্রিজারভেটিভ ব্যবহার করবেন না। মনে রাখবেন মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহার আপনার নিজের ও অন্যের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর;

## খাদ্য দ্রব্যে ভেজাল মেশানো হতে দূরে থাকুন, মনে রাখবেন এ ধরণের কাজ দন্ডনীয় অপরাধ;

## আত্মশুদ্ধির এ মাসে অবৈধ উপায়ে অধিক মুনাফার পথ পরিহার করুন এবং সংযমের এ মাসে অতিরিক্ত খাদ্য গ্রহণ ও অপচয় পরিহার করুন;

## পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী যথাঃ শাক-সবজি, মাছ-মাংসের সরবরাহ বৃদ্ধি এবং মূল্য স্থিতিশীল রাখতে সচেষ্ট হোন;

## কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক স্থাপিত মূল্য প্রদর্শনী বোর্ডে প্রদর্শিত যৌক্তিক মূল্যে কৃষিপণ্য ক্রয়-বিক্রয় করুন।