ঢাকামঙ্গলবার , ৪ জুলাই ২০২৩
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

এডিস মশা ধ্বংসে ৩ দিনের চিরুনি অভিযান শুরু ডিএনসিসির

পাবলিকহেলথ ডেস্ক:
জুলাই ৪, ২০২৩ ১০:০০ পূর্বাহ্ণ । ২৯০ জন

ডেঙ্গুর প্রাদুর্ভাব ঠেকাতে আজ থেকে ২৫টি ওয়ার্ডে এডিস মশার প্রজননস্থল ধ্বংসে ৩ দিনের বিশেষ চিরুনি অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। আজ মঙ্গলবার সকাল ১০টায় করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান দক্ষিণ সিটির ৪১ নম্বর ওয়ার্ডের বলদা গার্ডেন এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করেন।

ঢাকায় ৫ শতাধিক ডেঙ্গু রোগীর বেশিরভাগই দক্ষিণ সিটি করপোরেশনের এলাকায়। সোমবার ৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে।  এ সময় অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির, অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার এবং ৪১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সারওয়ার হাসান আলো প্রমুখ উপস্থিত ছিলেন।