দীর্ঘ নয় বছর পর ঢাকা-রোম রুটে চালু হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি যাত্রীবাহী ফ্লাইট। ২৪৭ জন যাত্রী নিয়ে গতকাল মঙ্গলবার মধ্যরাতে ইতালির রোমের উদ্দেশে ঢাকা ছাড়ে বিজি-৩৫৫ ফ্লাইট। ফিরতি ফ্লাইট বিজি-৩৫৬ স্থানীয় সময় বুধবার রোম থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি সূত্র জানায়, গত ১৫ ফেব্রুয়ারি ডিস্ট্রিবিশন চ্যানেলে ঢাকা-রোম-ঢাকা ফ্লাইটের টিকেট বিক্রির জন্য উন্মুক্ত করা হয়। যাত্রীরা বিমানের ওয়েবসাইট, মোবাইল অ্যাপস, সেলস সেন্টার, বিমান কল সেন্টার ও অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে এই রুটের টিকেট কিনতে পারছেন। রুটটি পুনরায় চালু উপলক্ষে টিকিটমূল্যে ছাড় রয়েছে ১৫ থেকে ২০ শতাংশ।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, ‘আগামী ১ এপ্রিল থেকে গ্রীষ্মকালীন সূচি অনুযায়ী প্রতি সোম, মঙ্গল ও বৃহস্পতিবার বিমানের ফ্লাইট রাত ৪টায় ঢাকা থেকে রোমের উদ্দেশে যাত্রা করবে। আর ফিরতি ফ্লাইট রোম থেকে যাত্রা করবে ওইসব দিন স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিটে।’
বিমানের কর্মকর্তারা জানান, বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার দিয়ে ঢাকা-রোম ফ্লাইট পরিচালিত হবে। এই রুট চালুর মধ্য দিয়ে ইতালির সঙ্গে বাংলাদেশের সরাসরি যোগাযোগ স্থাপিত হলো, যা দুই দেশের ব্যবসা-বাণিজ্যের প্রসার, শিক্ষার বিস্তার ও সাংস্কৃতিক মেলবন্ধন সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এর আগে, ১৯৮১ সালের ২ এপ্রিল ঢাকা-রোম রুটে প্রথম বিমানে ফ্লাইট চালু হয়। তবে ২০১৫ সালের ৬ এপ্রিল থেকে তা বন্ধ ছিল।