ঢাকাবুধবার , ১৭ এপ্রিল ২০২৪

আরও ৫০ প্রতিষ্ঠানকে চাল আমদানির অনুমতি

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১৭, ২০২৪ ১১:২৬ পূর্বাহ্ণ । ১০৮ জন

বাজার নিয়ন্ত্রণে বেসরকারিভাবে আরো এক লাখ ২৪ হাজার মেট্রিক টন সিদ্ধ ও আতপ চাল আমদানির জন্য ৫০টি প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছে খাদ্য মন্ত্রণালয়। এর মধ্যে সিদ্ধ চাল ৯১ হাজার টন এবং আতপ চাল ৩৩ হাজার টন। এসব চালে সর্বোচ্চ ৫ শতাংশ ভাঙা দানা থাকতে পারবে। এই প্রতিষ্ঠানগুলোর অনুকূলে আমদানির অনুমতি দেওয়ার অনুরোধ জানিয়ে।

গতকাল (১৬ এপ্রিল) মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

চাল আমদানির শর্তে বলা হয়েছে, বরাদ্দ পাওয়া আমদানিকারকদের আগামী ১৫ মের মধ্যে সব চাল বাংলাদেশে বাজারজাত করতে হবে। আমদানি করা চালের পরিমাণ, গুদামজাত ও বাজারজাত করার তথ্য সংশ্লিষ্ট জেলা খাদ্য নিয়ন্ত্রককে জানাতে হবে। বরাদ্দের অতিরিক্ত আইপি (ইমপোর্ট পারমিট) ইস্যু করা যাবে না।