দেশের সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করাসহ পাঁচটি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার (১৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে দেশের সব সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে জরুরিভাবে একটি ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয়। এতে হাসপাতালের জরুরি সেবা, লিফট ও অন্যান্য পরিষেবাসহ সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে পাঁচটি নির্দেশনা দেয়া হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে পাঁচটি নির্দেশনা হলো :
১. হাসপাতালে ব্যবহৃত সব ধরনের বৈদ্যুতিক যন্ত্রপাতি পরীক্ষা করা
২. সব লিফট অপারেটরের হাজিরা প্রতিদিনই যাচাই করা ও তাদের যোগ্যতা পুনরায় পরীক্ষা করা
৩. লিফটের নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষা করা
৪. নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করা
৫. পিডব্লিউডি-কে চিঠি দিয়ে সব লিফট পরীক্ষা করানো।