ঢাকাবুধবার , ২৯ মে ২০২৪

রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

নিজস্ব প্রতিবেদক
মে ২৯, ২০২৪ ১:২২ অপরাহ্ণ । ১২৫ জন

রাঙামাটির রাজস্থলী উপজেলায় শুক্কুছড়ি চার কিলোমিটার এলাকায় পিকআপভ্যান পথে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই গাড়িতে থাকা একজনের মৃত্যু হয়। মঙ্গলবার (২৮ মে) উপজেলার বিলাইছড়ি-শুক্কছড়ি চার কিলোমিটার এলাকার পশ্চিমে এ দুর্ঘটনা ঘটে বলে রাজস্থলী থানার ওসি ইকবাল হোসেন জানান।

নিহত ২৮ বছর বয়সী নবী হোসেন কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কুতুপালং গ্রামের বাসিন্দা জাফর আহম্মদের ছেলে।

এ ঘটনায় গুরুতর আহতরা হলেন- মোহাম্মদ কালা মিয়া (৪০) ও মোহাম্মদ ইয়াসিন। তারাও কুতুপালং গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়রা বলেন, বিলাইছড়ি-রাজস্থলীর সীমান্ত সড়কের নির্মাণ কাজে ব্যবহৃত পিকআপভ্যানটি সেখানে কাজ শেষ করে রাজস্থলীর দিকে যাচ্ছিল। পথে শুক্কুছড়ি চার কিলোমিটার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই গাড়িতে থাকা একজনের মৃত্যু হয়।

রাজস্থলী সদর হাসপাতালের চিকিৎসক নিজাম উদ্দিন বলেন, “মঙ্গলবার রাতে হাসপাতালে তিনজনকে আহত অবস্থায় আনা হয়েছিল। তাদের মধ্যে একজনকে মৃত পাওয়া যায়। বাকি দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।”

রাজস্থলী থানার ওসি ইকবাল হোসেন বলেন, হতাহতদের উদ্ধার এবং নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেলার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।