ঢাকাসোমবার , ৩ জুন ২০২৪
  • অন্যান্য

মানুষের জন্য কল্যাণকর প্রকল্প নিয়ে কাজ করবে স্বাস্থ্য মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক
জুন ৩, ২০২৪ ১১:০৬ পূর্বাহ্ণ । ১৭০ জন

সাধারণ মানুষের উপকারে আসবে যে প্রকল্প, সেই প্রকল্প নিয়ে আগামী ২০২৪-২৫ অর্থবছরে কাজ করবে এবং এ ধরনের প্রকল্পের জন্যই এই অর্থবছরের বাজেট চাওয়া হবে। সরকার অর্থবছরে যে বরাদ্দ দেবে তা নির্ধারিত সময়ের মধ্যে ব্যয় করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। গতকাল (২ জুন) রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন এবং স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম এমন তথ্য জানিয়েছেন।

আগামী অর্থবছরের বাজেট পরিকল্পনা নিয়ে জানতে চাইলে এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি স্বাস্থ্যমন্ত্রী।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা সেসব প্রকল্প নেব, যেসব প্রকল্প সাধারণ মানুষের উপকার হবে। আমি অহেতুক কোনো প্রকল্প নেব না, যে প্রকল্প নিয়ে আমি কাজ শেষ করতে পারব না। আমি প্রত্যেক মাসে সবার সঙ্গে কথা বলব, যাতে অর্থবছরেই টাকা শেষ করতে পারি।’

এ সময়ে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম বলেন, ২০২২-২৩ অর্থবছরে আমাদের মন্ত্রণালয়ে যে বরাদ্দ দেওয়া হয়েছিল, তার ৭৬ শতাংশ ব্যয় হয়। আপনারা জানেন অনেকগুলো প্রকল্প অর্থ মন্ত্রণালয় থেকে ক্যাটাগরি করে দেওয়া ছিল- ‘এ’, ‘বি’ ও ‘সি’। আমাদের মন্ত্রণালয়ের যে প্রকল্প ছিল তার বেশিরভাগ ‘বি’ ক্যাটাগরির। যে কারণে আমাদের এখানে ২৫ শতাংশ আগেই কাট করে দেওয়া হয়েছে। আর আমাদের যে অপারেশন প্ল্যান্ট তার সাকসেস, ন্যাশনাল যে প্রগ্রেস তার কাছাকাছি ছিল।

তিনি আরও বলেন, কোনো বাজেটই শতভাগ ব্যয় করা যায় না, বিশেষ করে প্রজেক্টের ক্ষেত্রে। আর কিছু প্রতিবন্ধকতা থাকে। আপনারা জানেন এখানে অনেকগুলো পূর্ত কাজ। এই পূর্ত কাজ করতে গিয়ে ঠিকাদারের সঙ্গে অনেক সময় আমাদের ঝগড়াঝাটি করতে হয়। আমরা মনে করি কোনো অর্থবছরে ৮৫ থেকে ৯০ শতাংশ ব্যয় করতে পারলে মোটামুটি শতভাগ ধরে নেওয়া হয়। আমরা আশা করছি ২০২৩-২৪ অর্থবছরে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে থাকতে পারব।

২০২৪-২৫ অর্থবছরের বিষয়ে তিনি বলেন, আমরা বছরের শুরু থেকেই প্রকিউরমেন্ট প্ল্যান করব। আপনারা জানেন এখানে সবচেয়ে বড় প্রকিউরমেন্ট থাকে এবং কিছু অবকাঠামো থাকে। সেটা আমরা বছরের শুরু থেকেই প্ল্যান করব, যেন সরকার আমাদের যে টাকা দেবে ওই টাকা আমরা সময়ের মধ্যে ব্যয় করতে পারি।