ঢাকাবুধবার , ৫ জুন ২০২৪

ট্রাক্টর-নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিবেদক
জুন ৫, ২০২৪ ২:১০ অপরাহ্ণ । ১৪৪ জন

আজ সকালে জমি চাষ করে ট্রাক্টর নিয়ে তোজাম উদ্দিন তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কে উঠছিলেন। এ সময় তাড়াশ থেকে আসা খড়বোঝাই নছিমনের সঙ্গে ওই ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থালেই ট্রাক্টরচালক তোজাম উদ্দিন (৩৮) নামে এক যুবক নিহত হন।

বুধবার (৫ জুন) সকালে উপজেলার তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের মানিকচাপর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তোজাম উদ্দিন উপজেলার তালম ইউনিয়নের উপরসিলেট গ্রামের মৃত সিরাজ আলীর ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত ট্রাক্টরের চালক ছিলেন।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, সকালে জমি চাষ করে ট্রাক্টর নিয়ে তোজাম উদ্দিন তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কে উঠছিলেন। এ সময় তাড়াশ থেকে আসা খড়বোঝাই নছিমনের সঙ্গে ওই ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থালেই ট্রাক্টরচালক তোজাম উদ্দিন নিহত হন।