ঢাকাবৃহস্পতিবার , ৬ জুন ২০২৪

ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় চালক ও হেলপার নিহত

নিজস্ব প্রতিবেদক
জুন ৬, ২০২৪ ২:১০ অপরাহ্ণ । ১৪১ জন

টাঙ্গাইলের কালিহাতীতে ডিমবোঝাই দ্রুতগতির একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলে পিকআপের চালক ও হেলপার নিহত হন। বুধবার (৫ জুন) রাত দেড়টার দিকে উপজেলার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের আনালিয়াবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার মুনসুর আলীর ছেলে চালক শিপন আলী (৪০) এবং বাগেরহাট জেলার কান্দাপাড়া গ্রামের মৃত শেখ আলিমুদ্দিনের ছেলে শেখ মুহাম্মদ আসলাম (৫৫)।

এলেঙ্গা ফায়ার সার্ভিসের টিম লিডার বিল্লাল হোসেন বলেন, ‘রাতে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি ডিমবোঝাই পিকআপ ভ্যান ঢাকার দিকে যাচ্ছিল। পিকআপটি আনালিয়াবাড়ীর ৯ নম্বর ব্রিজের কাছে আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক ও হেলপার নিহত হন।’

তিনি আরও জানান, মরদেহ ও ক্ষতিগ্রস্ত গাড়ি উদ্ধার করে বঙ্গবন্ধু সেতুপূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে।