ঢাকামঙ্গলবার , ১৮ জুলাই ২০২৩
  • অন্যান্য

দেশি গাছের চারা বিতরণ ও পরিবেশ নিয়ে আলোচনা অনুষ্ঠিত

পাবলিকহেলথ ডেস্ক :
জুলাই ১৮, ২০২৩ ৮:৫৩ পূর্বাহ্ণ । ৪০৫ জন

দেশি গাছের চারা বিতরণ ও পরিবেশ নিয়ে ‘পরিবেশ নিয়ে ভবিষ্যত প্রজন্মের করণীয়’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে পরিবেশ সংগঠন ‘হরিরামপুর শ্যামল নিসর্গ’।

আজ মঙ্গলবার সকাল ১১ -এর উদ্যোগে পাটগ্রাম অনাথ বন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ে এ আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদেরকে বিভিন্ন প্রকার দেশি গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, প্রাকৃতিক কৃষি আন্দোলনের সমন্বয়কারী ও মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার প্রাকৃতিক কৃষি কেন্দ্র প্রাণ বৈচিত্র্য খামারের প্রতিষ্ঠাতা দেলোয়ার জাহান।