ঢাকাশনিবার , ৮ জুন ২০২৪
  • অন্যান্য

নওগাঁয় বজ্রপাতে নারীসহ ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
জুন ৮, ২০২৪ ১১:১৯ পূর্বাহ্ণ । ১০৩ জন

নওগাঁর পত্নীতলা ও মান্দা উপজেলায় বজ্রপাতে নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ জুন) বিকালে উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া প্রবল ঝড় ও বৃষ্টিপাতের সময় বজ্রপাতে এ ঘটনা ঘটে। শুক্রবার (৭ জুন) বিকেলে আলাদা সময়ে এসব ঘটনা ঘটে।

মৃতরা হলেন- পত্নীতলা উপজেলার পাটিচরা ইউপির গাহন মধ্যপাড়া গ্রামের আব্দুল মজিদের মেয়ে মনিকা খাতুন (৩২), একই ইউপির নাগরগোলা গ্রামের নব মুসলিম খাদিমুল ইসলাম (৪০) ও মান্দায় উপজেলার ভোলাগ্রাম গ্রামের ফইমউদ্দিন মন্ডলের ছেলে শামসুল আলম (৩৪)।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, ঝড়বৃষ্টির সময় বাড়ির পাশে আম কুড়াতে যান খাদেমুল। এ সময় বজ্রপাত হলে সেখানেই তার মৃত্যু হয়। আর মনিকা বাড়ির উঠানে ধানের খড় শুকানোর সময় বজ্রপাত হলে তার মৃত্যু হয়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজ্জামেল হক জানান, বিকেল উপজেলার ভোলাম গ্রামে ধান শুকানোর কাজ করছিলেন শামসুল আলম। এসময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

মৃত শামসুল আলমের বাবা ফইমদ্দিন জানান, শুক্রবার বিকেলে তার ছেলে বাড়ির পাশের একটি মাঠে ধানের কাজ করার সময় বজ্রপাতে আহত হন। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।