ঢাকাবৃহস্পতিবার , ১৩ জুন ২০২৪
  • অন্যান্য

দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

নিজস্ব প্রতিবেদক
জুন ১৩, ২০২৪ ১২:৫৯ অপরাহ্ণ । ৮৪ জন

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটার শাকদহা ব্রিজসংলগ্ন ভৈরবনগর মোড়ে বিকল হয়ে দাঁড়িয়ে ছিল একটি ডাম্পার ট্রাক। মধ্যরাতে ওই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয় খুলনাগামী আরেকটি পণ্যভর্তি ট্রাক। এতে দাঁড়িয়ে থাকা ট্রাকটি দুমড়ে-মুচড়ে গিয়ে আহত হন জুলফিকার আলী ও মনিরুল ইসলাম। তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিলে রাত ২টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বুধবার (১২ জুন) গভীর রাতে উপজেলার শাকদহা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সাতক্ষীরার দেবহাটা উপজেলার বহেরা গুরুগ্রামের জুলফিকার আলী (৪৫) ও পাটকেলঘাটার কৃষ্ণনগর গ্রামের মনিরুল ইসলাম (৩৪)।

সাতক্ষীরা তালা উপজেলার পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটার শাকদহা ব্রিজসংলগ্ন ভৈরবনগর মোড়ে বিকল হয়ে দাঁড়িয়ে ছিল একটি ডাম্পার ট্রাক। মধ্যরাতে ওই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয় খুলনাগামী আরেকটি পণ্যভর্তি ট্রাক। এতে দাঁড়িয়ে থাকা ট্রাকটি দুমড়ে-মুচড়ে গিয়ে আহত হন জুলফিকার আলী ও মনিরুল ইসলাম। তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিলে রাত ২টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।