ঢাকাবুধবার , ১৯ জুলাই ২০২৩
  • অন্যান্য

খুলনায় জাপান টোব্যাকোর ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৯, ২০২৩ ৬:৪০ পূর্বাহ্ণ । ৩৭০ জন

তামাকজাত দ্রব্যর ব্যবহার প্রবর্ধনের উদ্দেশ্যে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করার অপরাধে জাপান টোব্যাকো ইন্ডাস্ট্রিজ (জেটিআই) এর প্রতিনিধিকে এক লাখ টাকা টাকা জরিমানা এবং কয়েক লাখ টাকার সিগারেটের অবৈধ বিজ্ঞাপন জব্দ করে ধ্বংস করেছেন খুলনা জেলা প্রশাসন, খুলনা’র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, অপ্রতিম কুমার চক্রবর্তী ও মোমতাহিনা পৃথুলা।

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ ও সংশোধনী ২০১৩ বাস্তবায়নে গঠিত জেলা টাস্কফোর্স কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, গতকাল মঙ্গলবার খুলনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ইয়াসির আরেফীনের নির্দেশে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজার তত্ত্বাবধানে নগরীর খুলনা থানার আওতাধীন নিরালা ১৭ নং রোড সংলগ্ন জাপান টোব্যাকো ইন্ডাস্ট্রিজ এর ডিপোতে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসন, খুলনা’র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, অপ্রতিম কুমার চক্রবর্তী ও মোমতাহিনা পৃথুলা।

মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন খুলনা সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ; বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনার একটি চৌকস দল যার নেতৃত্ব দেন ওয়ালিফ হোসেন, স্টাফ অফিসার, খুলনাসহ হাবিলদার মোঃ সুরুজ আলীর নেতৃত্বে আনসার ও ভিডিপির একটি চৌকস দল এবং খুলনা সিটি কর্পোরশন।

এসময় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের গঠিত খুলনা জেলা টাস্কফোর্স কমিটির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট মাসুম বিল্লাহ, নির্বাহী পরিচালক সিয়াম এবং কাজী মোহাম্মদ হাসিবুল হক, প্রকল্প কর্মকর্তা, এইড ফাউন্ডেশন।