ঢাকাশনিবার , ২৯ জুন ২০২৪
  • অন্যান্য

চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে নিহত ১, আহত ১৪

নিজস্ব প্রতিবেদক
জুন ২৯, ২০২৪ ৪:২১ অপরাহ্ণ । ১২৯ জন

চট্টগ্রামে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৪ জন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। শনিবার (২৯ জুন) সকাল ৯টার দিকে উপজেলার ফৌজদারহাট এলাকায় বিএসআরএম ইস্পাত কারখানার অদূরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৬০ বছর। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। আহতদের মধ্যে আরিফ (৩০), আব্দুল মোতালেব (৫২) ও স্বপ্না রাণী নাথ (৪৯) চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বাকিদের নাম জানা যায়নি।

জানা গেছে, শনিবার ভোরে চট্টগ্রাম থেকে স্টার লাইনের একটি যাত্রীবাহী বাস ফেনী যাচ্ছিলো। সকাল ৯টার দিকে ফৌজদারহাট এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। ফৌজদারহাটে বিএসআরএম কারখানা পার হয়ে আনুমানিক পৌনে এক কিলোমিটার পৌঁছার পর সেটির চাকা ফেটে যায়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে যায় এবং সেখান থেকে সড়কের অপরপাশে পড়ে গিয়ে উল্টে যায়। বাসের ভেতরে আটকা পড়েন যাত্রীরা।

এ সময় ফকিরহাট এলাকার সাধারণ মানুষ উদ্ধার কাজ শুরু করে। আশপাশের কারখানা থেকে পণ্য পরিবহনকারী যানের চালকদের এনে বাসের জানালা ভেঙ্গে ভেতর থেকে কয়েকজনকে উদ্ধার করে। বাসের সামনের দিকের যাত্রী যারা ছিল তারাই মূলত বেশি চাপা পরে। বাসের পেছনের যাত্রীদের দ্রুত বের করে আনা সম্ভব হয়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আটকে পড়াদের একে একে ভেতর থেকে উদ্ধার করেন। আহত অবস্থায় ১৪ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেয়া হয়। এদের মধ্যে কয়েকজন আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক।

স্থানীয় ট্রাকচালক মো. হানিফ বলেন, ‘বাসের ভেতরে ১৫-২০ জন আটকা ছিল। কয়েকজন নারী ও শিশু ছিল। ফায়ার সার্ভিসের টিম আসার পর আমরাসহ ভেতরে ঢুকে সবাইকে উদ্ধার করি। একজন মধ্যবয়সী লোককে মৃত অবস্থায় পাওয়া গেছে।’

সীতাকুণ্ড ফায়ার স্টেশনের কর্মী মো. সবুর বলেন, ‘১৪-১৫ জনের মতো আহত হয়েছে। গুরুতর আহত তিনজনকে আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছি। একজনকে আমরা মৃত অবস্থায় উদ্ধার করে ঘটনাস্থলে পুলিশের কাছে হস্তান্তর করেছি।’

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, ‘চালকের ওভারটেকিং মানসিকতা কিংবা বৃষ্টির মধ্যে গাড়ি জোরে চালানোর কারণে বাসটি উল্টে যায়। আমরা একজনকে মৃত অবস্থায় উদ্ধার করেছি। বাকি আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।’

হাইওয়ে পুলিশের বার আউলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ বলেন, ‘খবর পেয়েই আমরা ঘটনাস্থলে এসেছি। চাকা ফেটে যাওয়ায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। ভেতর থেকে সব যাত্রীকে উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’