ঢাকাশনিবার , ২৯ জুন ২০২৪
  • অন্যান্য

নড়াইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক
জুন ২৯, ২০২৪ ৫:১১ অপরাহ্ণ । ৭৪ জন

নড়াইলে সড়ক দুর্ঘটনায় সুমন শেখ নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। শনিবার (২৯ জুন) সকালে সদর উপজেলার নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কের দূর্বাজুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমন শেখ (৩৮) যশোরের বাঘারপাড়ার ইন্দ্রা এলাকার মোহাম্মদ রাশেদ শেখের ছেলে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানিয়েছে, সুমন ভ্যানে করে নড়াইল থেকে বাড়ির উদ্দেশে যাচ্ছিল। এসময় মহাসড়কের দূর্বাজুড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা গাড়ি ভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন সুমন। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠান।

তুলরামপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. মনির আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।