ঢাকাসোমবার , ২৪ জুলাই ২০২৩
  • অন্যান্য

আমিন মোহাম্মদের প্রকল্প এলাকায় মশার লার্ভা পাওয়ায় লক্ষ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৪, ২০২৩ ১০:৪৭ অপরাহ্ণ । ২৭৫ জন

আমিন মোহাম্মদ ল্যান্ড ডেভেলপমেন্টস লিমিটেডের প্রকল্প এলাকার নর্দমা ও চৌবাচ্চায় এডিস মশার লার্ভা পাওয়ায় এবং অবিক্রিত প্লটগুলো অপরিষ্কার রাখায় ১ লক্ষ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ঢাদসিক) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার (২৪ জুলাই) অঞ্চল-৭ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাওসীফ রহমান ঢাদসিক এর আওতাধীন এলাকার ৭১ ও ৭২ নম্বর ওয়ার্ডে অবস্থিত আমিন মোহাম্মদ ল্যান্ড ডেভেলপমেন্টস লি. এর সাইট ইনচার্জ জামিলকে এই অর্থদণ্ড আরোপ ও আদায় করেন।

আদালত এ সময় ৭১ ও ৭২ নম্বর ওয়ার্ডে অবস্থিত আমিন মোহাম্মদ ল্যান্ড ডেভেলপমেন্টস লি. এর গ্রীন মডেল টাউনের মধ্যকার ৪৫টি বাসাবাড়ি ও নির্মাণাধীন স্থাপনা পরিদর্শন করেন এবং ৩টি নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় আরও ৩৯ হাজার টাকা জরিমানা আদায় করেন। সবমিলিয়ে অঞ্চল-৭ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাওসীফ রহমান মোট ৪ মামলায় সর্বমোট ১ লক্ষ ৩৯ হাজার টাকা জরিমানা আদায় করেন।

এছাড়াও আজ করপোরেশনের আওতাধীন লেক সার্কাস, ভূতের গলি, আরামবাগ, নটরডেম কলেজ ও সংলগ্ন এলাকা, মেরাদিয়া, শহীদনগর, শেখদি, রসুলপুর ও ধনিয়া এলাকায় আরও ৮টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

আজকের অভিযানে এক নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. মনজুরুল হক ১৬ নম্বর ওয়ার্ডের লেক সার্কাস ও ভূতের গলি এলাকায় ৪০টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করেন। আদালত এ সময় কোনো স্থাপনায় মশার লার্ভা পাননি।

দুই নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর-আল-নাসীফ ৩ নম্বর ওয়ার্ডের মেরাদিয়া এলাকায় ৪৭টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করেন। আদালত এ সময় কোনো স্থাপনায় মশার লার্ভা পাননি।

এছাড়াও দুই নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আর এম শাহনেওয়াজ ৯ নম্বর ওয়ার্ডের আরামবাগ, নটরডেম কলেজ ও সংলগ্ন এলাকায় ৫৫টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করেন। আদালত এ সময় কোনো স্থাপনায় মশার লার্ভা পাননি।

তিন নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তায়েব-উর-রহমান ২৪ নম্বর ওয়ার্ডের লালবাগের জেএন সাহা রোড ও শহীদনগর এলাকায় ৬৩টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবন পরিদর্শন করেন। আদালত এ সময় ১টি বাসাবাড়িতে এডিস মশার লার্ভা পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

পাঁচ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ ৭ নম্বর ওয়ার্ডের মানিকনগর এলাকায় ৪৮টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং ৩টি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ৩ মামলায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।

ছয় নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার হক ৭৪ ও ৭৫ নম্বর ওয়ার্ডে ৫৫টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করেন। আদালত এ সময় কোনো স্থাপনায় এডিস মশার লার্ভা পাননি।

নয় নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম ৬২ নম্বর ওয়ার্ডের শেখদি এলাকায় ৩৫টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং ২টি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ২ মামলায় ৭ হাজার টাকা জরিমানা আদায় করেন।

দশ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা ৬০ ও ৬১ নম্বর ওয়ার্ডের রসুলপুর ও ধনিয়া এলাকায় ৮৫টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং ৩টি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ৩ মামলায় ১৩ হাজার টাকা জরিমানা আদায় করেন।

সবমিলিয়ে আজ ৯টি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সর্বমোট ৪৭৩টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করা হয়েছে। এ সময় ১৩টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ১৩ মামলায় সর্বমোট ১ লক্ষ ৮৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।