ঢাকাসোমবার , ৮ জুলাই ২০২৪
  • অন্যান্য

চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক
জুলাই ৮, ২০২৪ ১:৪২ অপরাহ্ণ । ১২৬ জন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দোহাদারি দেওয়ানহাট এলাকায় ট্রাকের ধাক্কায় মোটসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই এক আরোহীর মৃত্যু হয়। পরে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক আরও এক যুবককে মৃত বলে ঘোষণা করেন। সোমবার (৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দোহাদারি দেওয়ানহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহত একজনের নাম পাওয়া গেছে, তিনি হলেন আরিফুল ইসলাম।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইন্সপেক্টর আশেক নূর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দোহাদারি দেওয়ানহাট এলাকায় ট্রাকের ধাক্কায় মোটসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই এক আরোহীর মৃত্যু হয়। পরে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক আরও এক যুবককে মৃত বলে ঘোষণা করেন।

দুই মোটসাইকেল আরোহীর মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।