ঢাকাসোমবার , ১৫ জুলাই ২০২৪
  • অন্যান্য

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৫, ২০২৪ ৫:৫৬ অপরাহ্ণ । ৭৮ জন

চাঁপাইনবাবগঞ্জ-আমনুরা সড়কের আতাহার এলাকায় শিমুল অটো রাইস মিলের সামনে ট্রাকের ধাক্কায় অহেদ আলীর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান অহেদ আলী। সোমবার (১৫ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের চাঁপাইনবাবগঞ্জ-আমনুরা সড়কের আতাহার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অহেদ আলী (২৬) শিবগঞ্জ পৌরসভার বিরামপুর মরদনা এলাকার ফজলুর রহমানের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান জানান, সোমবার দুপুর পৌনে ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-আমনুরা সড়কের আতাহার এলাকায় শিমুল অটো রাইস মিলের সামনে ট্রাকের ধাক্কায় অহেদ আলীর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান অহেদ আলী। ট্রাকটি পুলিশ জব্দ করলেও চালক পালিয়ে যান।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।