ঢাকাবুধবার , ২০ সেপ্টেম্বর ২০২৩
  • অন্যান্য

ইউরিয়া, টিএসপি, পটাশ কিনতে ৭২৯ কোটি টাকার প্রস্তাব অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২০, ২০২৩ ৬:৫০ অপরাহ্ণ । ১৯৭ জন

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র সভায় ইউরিয়া, টিএসপি, পটাশ ক্রয় করতে ৭২৯ কোটি ৮৩ লাখ ৬২ হাজার ৫২৫ টাকার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।  মোট ৫টি প্রস্তাবে অনুকূলে এ অনুমোদন দেয়া হয়।  বৈঠকে অনুমোদিত ১০টি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ৮ হাজার ৩৮৭ কোটি টাকা। মোট অর্থায়নের মধ্যে জিওবি থেকে ব্যয় হবে ৭ হাজার ৬৫৭ কোটি টাকা এবং দেশীয় ব্যাংক অর্থায়ন ৭৩০ কোটি টাকা।

আজ বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

প্রস্তাবনা : ১

পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক “মাদারীপুর জেলার শিবচর উপজেলায় আড়িয়াল খাঁ নদীর তীর সংরক্ষণ ও ড্রেজিং” প্রকল্পের ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ১৪ কোটি ৩৩ লক্ষ ৩৪ হাজার ২৯১ টাকা ব্যয় বৃদ্ধির ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

প্রস্তাবনা : ২

বিদ্যুৎ বিভাগের অধীন বাংলাদেশ  বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) কর্তৃক দিনাজপুর জেলার বড়পুকুরিয়া কয়লাখনি এলাকায় ২০০ মেগাওয়াট (এসি) ক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ট্যারিফ অনুমোদন দেওয়া হয়েছে। ট্যারিফ ভিত্তিতে বিদ্যুৎ ক্রয় করা হলে ২০ বছর মেয়াদে Consortium of (১) Parker Bangladesh; এবং (২) Sumitomo Corporation, Japan কোম্পানিকে প্রতি কিলোওয়াট ঘন্টা ১১.০৫৯৫ টাকা হিসাবে আনুমানিক ৭ হাজার ১৬৮ কোটি ৮০ লক্ষ টাকা পরিশোধ করতে হবে।

প্রস্তাবনা : ৩

শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন  (বিসিআইসি) কর্তৃক SABIC Agri-nutrients Company, সৌদি আরব থেকে  ১ম লটে ৩০ হাজার মে.টন (১০%+) বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার ১২০ কোটি ৪৫ লক্ষ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

প্রস্তাবনা : ৪

শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন  (বিসিআইসি) কর্তৃক কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), বাংলাদেশ এর নিকট থেকে ৪র্থ লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ১১৮ কোটি ৮৪ লক্ষ ১২ হাজার ৫০০ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

প্রস্তাবনা : ৫

কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন  (বিএডিসি) কর্তৃক রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় মরক্কোর OCP, S.A হতে ৮ম লটে ৩০ হাজার মে.টন টিএসপি সার ১৩০ কোটি ২ লক্ষ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

প্রস্তাবনা : ৬

কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন  (বিএডিসি) কর্তৃক রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় Canadian Commercial Corporation হতে  ১৫তম লটে ৫০ হাজার মে.টন মিউরেট-অব-পটাশ (এমওপি) সার  ১৮০ কোটি ২৬ লক্ষ ২৫ হাজার টাকায় আমদানির ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

প্রস্তাবনা : ৭

কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন  (বিএডিসি) কর্তৃক রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় Canadian Commercial Corporation হতে  ১৬তম লটে ৫০ হাজার মে.টন মিউরেট-অব-পটাশ (এমওপি) সার ১৮০ কোটি ২৬ লক্ষ ২৫ হাজার টাকায় আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

প্রস্তাবনা : ৮

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক “ইটাখোলা-মঠখোলা-কটিয়াদী সড়ক ও নয়াপাড়া-আড়াইহাজার-নরসিংদী-রায়পুরা দুইটি আঞ্চলিক মহাসড়ক প্রশস্ততায় উন্নীতকরণ” প্রকল্পের প্যাকেজ নং-WP-01 এর পূর্ত কাজ Joint Venture of (১) Reliable Builders Ltd; (২) Orient Trading & Builders Ltd; এবং (৩) Rana Builders Pvt. Ltd এর নিকট থেকে ২৪১ কোটি ৯২ লক্ষ ৯৯ হাজার ৫৩২ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

প্রস্তাবনা : ৯

বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ  (টিসিবি) কর্তৃক ২০২৩-২০২৪ অর্থবছরে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে  ৮০  লক্ষ (+৫%) লিটার সয়াবিন তেল City Edible Oil Ltd.-এর নিকট থেকে ১২৮ কোটি ২৪ লক্ষ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

প্রস্তাবনা : ১০

বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ  (টিসিবি) কর্তৃক স্থানীয়ভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে (DPM) ৬৫ লক্ষ লিটার (+৫%) রাইস ব্রাণ তেল ১০৩ কোটি ৩৫ লক্ষ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।