ঢাকামঙ্গলবার , ৯ জুলাই ২০২৪
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

অনলাইনে ইসলামিক ব্যাংকিং সেবার অনুমতি দিলো বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
জুলাই ৯, ২০২৪ ১:১১ অপরাহ্ণ । ৯৯ জন

দেশের যেসব ব্যাংকের ইসলামিক ব্যাংকিং শাখা বা উইন্ডো রয়েছে সেসব ব্যাংকের শাখা বা উপশাখা থেকে অনলাইনে ইসলামী ব্যাংকিং সেবা দেয়ার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এজন্য ইসলামিক ব্যাংকিং বিষয়ে অভিজ্ঞদের নিয়ে হেল্পডেস্ক খুলতে বলেছে নিয়ন্ত্রণ সংস্থাটি। সোমবার (৮ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, ইসলামিক ব্যাংকিং কার্যক্রম অধিকতর সম্প্রসারণ ও গ্রাহকের দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্যে ব্যাংকের ইসলামিক ব্যাংকিং শাখা বা উইন্ডোর গ্রাহকদের জন্য প্রচলিত শাখা বা উপশাখা বিভিন্ন শর্তে ইসলামিক ব্যাংকিং করতে পারবে।

শর্তের মধ্যে রয়েছে– সেবা দিতে শাখা ও উপশাখায় ইসলামিক ব্যাংকিং হেল্প ডেস্ক থাকতে হবে। যেখানে ইসলামিক ব্যাংকিং বিষয়ে প্রশিক্ষিত ও অভিজ্ঞ কর্মকর্তাকে এই ডেস্কে পদায়ন করতে হবে। এই ডেস্কের মাধ্যমে শুধুমাত্র ব্যাংকের অনুমোদিত ইসলামিক ব্যাংকিং শাখা বা উইন্ডোর গ্রাহকদের অনলাইনভিত্তিক আর্থিক লেনদেন তথা গ্রাহক হিসাবে অর্থ জমা, উত্তোলন ও স্থানান্তর সুবিধা দেয়া যাবে। ইসলামিক ব্যাংকিং পরিচালনার জন্য আলাদা ‘ইসলামিক কোর-ব্যাংকিং’ সফটওয়্যার ব্যবহার করতে হবে।

ইসলামিক ব্যাংকিং লেনদেন ইসলামিক ব্যাংকিং শাখায় রক্ষিত সাধারণ হিসাবের মাধ্যমে পরিচালিত হবে উল্লেখ করে কেন্দ্রীয় ব্যাংক জানায়, ইসলামিক ব্যাংকিং শাখায় রক্ষিত সাধারণ হিসাবের অর্থ কনভেনশনাল ব্যাংকিংয়ের কাজে ব্যবহার করা যাবে না। গ্রাহক হিসাব খোলা ও বিনিয়োগ সংক্রান্ত কোনো কার্যক্রম ইসলামিক ব্যাংকিং ডেস্কের মাধ্যমে করা যাবে না। ইসলামিক ব্যাংকিং ডেস্কের মাধ্যমে অনলাইনে ইসলামিক ব্যাংকিং পরিচালনার ক্ষেত্রে শাখার দর্শনীয় স্থানে ‘অনলাইন ইসলামিক ব্যাংকিং সেবা প্রদান করা হয়’ ব্যানার টাঙাতে হবে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক, যা অবিলম্বে কার্যকর হবে।

এ সংক্রান্ত নির্দেশনা দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।