ঢাকাবৃহস্পতিবার , ২৩ জানুয়ারি ২০২৫
  • অন্যান্য

অপ্রয়োজনীয় হর্ন না বাজানোর আহ্বান ডিএমপির

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২৩, ২০২৫ ১:৫১ অপরাহ্ণ । ৯ জন

ঢাকা মহনগরী এলাকায় যানবাহনের চালকদের অযাচিত হর্ন বাজানো পরিহারের আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (২২ জানুয়ারি) কমিশনার শেখ সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এই আহ্বান জানায় ডিএমপি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চালকদের সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৪৫ বিধান অনুসরণের অনুরোধ করা হয়েছে।

একই সঙ্গে স্কুল, কলেজ, হাসপাতাল, বিমানবন্দর ক্রসিং এলাকায় হর্ন বাজানো থেকে বিরত থাকতে বলা হয়েছে।

এতে আরও বলা হয়, নির্দেশনা পালনে ব্যর্থ হলে নিয়মিত অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ডিএমপি আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।