অবশেষে আবারও বেনাপোল বন্দর দিয়ে ফল আমদানি শুরু হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর দেড়টা পর্যন্ত ২৫ ট্রাক তাজা ফল ভারতের পেট্রাপোল বন্দর থেকে বেনাপোল বন্দরে প্রবেশ করে।
এর আগে বাংলাদেশ ফ্রেস ফুটস ইমপোর্টস অ্যাসোসিয়েশন সংবাদ সম্মেলন ডেকে গত ২৯ জানুয়ারি এই ধর্মঘটের ডাক দেয়। এরপর ধর্মঘটে এ স্থলবন্দর দিয়ে দুদিন ফল আমদানি বন্ধ থাকে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত কোনো তাজা ফলের ট্রাক ভারত থেকে বেনাপোল বন্দরে প্রবেশ করেনি।
এ দিকে ফল আমদানি শুরু হওয়ায় আবারও বেনাপোল বন্দরে কর্মব্যস্ততা ফিরেছে। গত দুদিন আমদানি বন্ধ থাকায় ব্যবসায়ীদের পাশাপাশি সরকার প্রায় ১০০ কোটি টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে। প্রতিদিন ভারত থেকে প্রায় শতাধিক ট্রাক ফল আমদানি হয়।
সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফল আমদানিতে অতিরিক্ত সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবি পূরণ না হওয়ায় বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার অ্যাসোসিয়েশনের ধর্মঘটে কোনো ফল বেনাপোলে বন্দরে ঢোকেনি। তবে ধর্মঘট প্রত্যাহার করায় আজ ফল আমদানি শুরু হয়েছে।
জানা যায়, ভারত থেকে যে সব খাদ্যদ্রব্য আমদানি হয়, এর মধ্যে বড় একটি অংশ রয়েছে আপেল, আঙুর, কমলা, মাল্টাসহ বিভিন্ন প্রকারের তাজা ফল।