ঢাকাবুধবার , ১১ সেপ্টেম্বর ২০২৪
  • অন্যান্য

অস্থির সবজির বাজার, দাম কমছে কাঁচা মরিচের

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১১, ২০২৪ ১২:৫২ অপরাহ্ণ । ৪০ জন

সরবরাহ বাড়ায় কমছে কাঁচা মরিচের দাম তবে আবারও চড়েছে সবজির বাজার। খুচরা পর্যায়ে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৪০-৫০ টাকায়। আর অধিকাংশ সবজি দামই কেজিতে ৫০-৬০ টাকার উপরে। দুদিনের ব্যবধানে কেজিতে ৩০-৪০ টাকা দাম কমেছে কাঁচা মরিচের। খুচরা পর্যায়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৪০-৫০ টাকায়।

বুধবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান ও হাতিরপুলসহ বেশ কয়েকটি বাজার ঘুরে এ চিত্র দেখা যায়।

ব্যবসায়ীরা বলছেন, সপ্তাহের শেষদিকে এসে বাজারে মরিচের সরবরাহ বেড়েছে। তাই দাম কিছুটা কমছে। আর ক্রেতারা বলছেন, শুধু কাঁচা মরিচের দাম কমলেই হবে না, অন্যান্য পণ্যের দাম কমাও জরুরি।

এদিকে, চড়েছে সবজির বাজার। অধিকাংশ সবজির দামই কেজিতে ৫০-৬০ টাকার উপরে। বেগুন কেজিতে ৬০-৮০ টাকা, পটোল ৫০-৬০ টাকা, টমেটো ১২০-১৪০ টাকা, আর করলা ৭০-৮০ টাকায় বিক্রি হচ্ছে।

ক্রেতা-বিক্রেতারা বলছেন, দু-একটির দাম ওঠানামা করলেও বাড়তির দিকে সব ধরনের সবজির দাম। এতে সাধারণ ভোক্তাদের নাভিশ্বাস উঠার অবস্থা।