ঢাকাসোমবার , ২৯ জুলাই ২০২৪
  • অন্যান্য

আন্দোলন-সংঘর্ষে গাজীপুরে ৬০ কোটি টাকার ক্ষতি

নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৯, ২০২৪ ১১:০১ পূর্বাহ্ণ । ৪৪ জন

গাজীপুরে কোটা সংস্কার আন্দোলন ঘিরে কারফিউ জারির প্রথমদিনেও ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) মতো সেবামূলক প্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি স্থাপনা লক্ষ্য করেও হামলা হয়েছে। এছাড়া টঙ্গী পশ্চিম ও গাছা থানা ঘেরাও করে একে একে ট্রাফিক পুলিশ বক্স, টঙ্গী শিল্প পুলিশের ব্যারাক ও সিটি করপোরেশনের আঞ্চলিক অফিসে হামলা চালানো হয়।

এদিন দুর্বৃত্তরা ডেসকোর কন্ট্রোল সেন্টার, টঙ্গী বৈদ্যুতিক সাবস্টেশন ও লোকাল স্টোরসহ অন্যান্য ইয়ার্ডে ধ্বংসযজ্ঞ চালায়। সমস্ত জানালার গ্লাস ও কর্মকর্তাদের অফিস ভেঙে ফেলা হয়। এ সময় ডেসকোর গ্যারেজের ভেতর ১২টি মোটরসাইকেল ও একটি সার্ভিস ট্রাক ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়া হয়। বাধা দিতে গেলে ডেসকোর ৪ কর্মকর্তা-কর্মচারী আহত হন। ঘটনার পর প্রায় ৫ ঘণ্টা বিদ্যুৎহীন ছিল টঙ্গীর বেশ কয়েকটি এলাকা।

ডেসকোর (বিপণন ও বিতরণ শাখা) নির্বাহী প্রকৌশলী শেখ সাইফুল ইসলাম দাবি করেন, ‘হামলায় অন্তত ১১ কোটি টাকার ক্ষতি হয়েছে।’

হামলার প্রায় এক সপ্তাহ পরও সিটি করপোরেশনের টঙ্গী আঞ্চলিক কার্যালয়ে ক্ষত রয়েছে। আগুনে পুড়ে যাওয়া যানবাহন জানান দিচ্ছে সেদিনের ভয়াবহতার চিত্র। সিটি করপোরেশনের তথ্যমতে, আগুনে কর্মকর্তাদের ব্যবহৃত ৫টি প্রাইভেটকার, মশক নিধনে ব্যবহৃত মাউন্টেইন ফগার মেশিন, বর্জ্য অপসারণে ব্যবহৃত ড্রাম ট্রাক, পে-লোডার, মিনি এস্কাভেটরসহ ১৯টি যানবাহনের ক্ষতি হয়েছে। আবার গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়িয়ে দেয়া হয়েছে। এছাড়া নাশকতাকারীরা বিমানবন্দর থেকে গাজীপুরের শিববাড়ি পর্যন্ত চলমান বিআরটি প্রকল্পের বিভিন্ন স্টেশনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটে ৬০ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। নাশকতাকারীরা গাজীপুরে দু-একদিন আগেই অবস্থান নেন। তাদের উদ্দেশ্য ছিল, গার্মেন্টস কর্মীদের রাস্তায় নামানো। আমাদের তৎপরতায় সেটি বাস্তবায়ন করতে পারেনি।’

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মাহবুব আলম বলেন, ‘হামলা-ভাঙচুরের ঘটনায় বিভিন্ন থানায় এখন পর্যন্ত ৪০টি মামলা দায়ের হয়েছে। ফুটেজ বিশ্লেষণসহ দোষীদের গ্রেফতারে অভিযান চলছে। এখন পর্যন্ত প্রায় ৫০০ আসামিকে গ্রেফতার করা হয়েছে।’