ঢাকাবৃহস্পতিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৪

আবারও ৭.৭ ডিগ্রিতে তাপমাত্রা নামলো পঞ্চগড়ে

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ৮, ২০২৪ ১১:২৮ পূর্বাহ্ণ । ১০৭ জন

শীতের জেলা পঞ্চগড়ে তাপমাত্রা আবারও কমেছে। সপ্তাহজুড়ে তাপমাত্রা ১১ থেকে ১২ এর মধ্যেই ছিল। তবে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) আবারও নেমেছে ৭ এর ঘরে। সকাল ৯টায় সর্বনিম্ন ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।

দুদিন ধরে হালকা কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাসের কারণে কনকনে শীত অনুভূত হচ্ছে। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৬ ডিগ্রি। দিনভর আকাশ মেঘাচ্ছন্ন ছিল। দুপুরের দিকে কিছু সময়ের জন্য সূর্যের দেখা মিললেও বাতাসের কারণে তীব্র শীত অনুভূত হয়।

শীতে আবারও দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ। তবে বৃহস্পতিবার সকালের দিকে সূর্যের আলোর সঙ্গে স্বস্তি ফেরে জনজীবনে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, সপ্তাহজুড়ে সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১২ এর মধ্যেই ছিল। বৃহস্পতিবার সকাল ৯টায় সর্বনিম্ন ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। দিনের তাপমাত্রাও সামান্য কমে রেকর্ড করা হয় ২৩ দশমিক ৫ ডিগ্রি।