ঢাকাবৃহস্পতিবার , ৩১ আগস্ট ২০২৩
  • অন্যান্য

আমদানি নীতিতে ই-সিগারেট নিষিদ্ধে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশীর সাথে স্বাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৩১, ২০২৩ ৫:২১ অপরাহ্ণ । ৪৪৬ জন

আমদানি নীতিতে ই-সিগারেট নিষিদ্ধের আহ্বান জানিয়ে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশীর সাথে স্বাক্ষাৎ করেছে মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা মানস।

আজ বৃহস্পতিবার ৩১ আগস্ট, ২০২৩ সকালে মানস সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. অরূপরতন চৌধুরীর নের্তৃত্বে একটি প্রতিনিধি দল বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব টিপু মুনশী এর সাথে স্বাক্ষাৎ করেন।

স্বাক্ষাৎকালে আমদানী নীতিতে ই-সিগারেট নিষিদ্ধের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়। এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুত তামাকমুক্ত বাংলাদেশ বাস্তবায়নে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, সংশোধনীতে সমর্থনের মাননীয় মন্ত্রীকে আহ্বান জানান ড. অরূপরতন চৌধুরী।

মাননীয় মন্ত্রী প্রতিনিধি দলকে এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রীর একান্ত সচিব (উপ-সচিব) মোহাম্মদ মাসুকুর রহমান সিকদার, মানস এর তামাক নিয়ন্ত্রণ প্রকল্প সমন্বয়কারী উম্মে জান্নাত ও প্রকল্প কর্মকর্তা আবু রায়হান।