ঢাকাশুক্রবার , ৮ ডিসেম্বর ২০২৩
  • অন্যান্য

ইউক্রেন-ইসরায়েল সহায়তা বিল মার্কিন সেনেটে আটকে দিয়েছে রিপাবলিকানরা

admin
ডিসেম্বর ৮, ২০২৩ ৮:৪৯ অপরাহ্ণ । ১৬৫ জন

ইউক্রেনকে নতুন করে সামরিক সহায়তা দেওয়া সংক্রান্ত এক বিল মার্কিন যুক্তরাষ্ট্রের সেনেটে আটকে দিয়েছেন রিপাবলিকান সেনেটররা। ১১০ বিলিয়ন মার্কিন ডলারের ওই প্যাকেজে ইউক্রেনের জন্য ৬১ বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দের কথা বলা আছে। সেই সাথে হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলকে সামরিক সহায়তা এবং গাজায় ত্রাণ সহায়তার জন্যও বরাদ্দ আছে। ওই বিল পাসের বিনিময়ে রিপাবলিকানরা মেক্সিকোর সাথে যুক্তরাষ্ট্রের সীমান্তে অভিবাসী প্রবেশ নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে।

ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা দ্রুত ফুরিয়ে আসছে বলে আগেই হোয়াইট হাউজ থেকে সতর্ক করা হয়েছে। ইউক্রেনের একজন কর্মকর্তা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, যদি যুক্তরাষ্ট্র থেকে আরো সহায়তা পাওয়া নিশ্চিত না হয় তবে রাশিয়ার কাছে এই যুদ্ধে হেরে যাওয়ার ‘সম্ভাবনা খুব বেশি’।

রিপাবলিকান সদস্যরা সাধারণভাবে ইউক্রেনকে সহায়তা করার পক্ষে। কিন্তু বুধবার (৬ ডিসেম্বর) সেনেটে প্রত্যেক রিপাবলিকান সদস্য বিলের বিপক্ষে ভোট দিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বিলটির পক্ষে ৪৯ এবং বিপক্ষে ৫১ ভোট পড়েছে। বিল পাসের জন্য ১০০ সদস্যের সেনেটে সেটির পক্ষে ৬০ ভোট প্রয়োজন ছিল।

সেনেটে বিলটি পাস না হওয়ায় ইউক্রেনে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ সামরিক সহায়তা অনিশ্চয়তার মুখে পড়েছে এবং বিলটি নিয়ে পুনরায় বিতর্কের জন্য সেটি আলোচনার টেবিলে পাঠানো হবে। যদিও অল্প কয়েক দিনের মধ্যেই যুক্তরাষ্ট্রের কংগ্রেসে শীতকালীন ছুটি শুরু হবে।