ঢাকারবিবার , ১৪ জুলাই ২০২৪
  • অন্যান্য

ইন্দোনেশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬

নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৪, ২০২৪ ১১:১৫ পূর্বাহ্ণ । ৬৫ জন

রাত সোয়া ৩টার দিকে ২২ যাত্রী নিয়ে সুরাবায়া থেকে ইয়োগিয়াকার্তাগামী একটি মিনিবাসের সঙ্গে একটি ইটবাহী ট্রাকের সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনিবাসের চালকসহ ৬ জন নিহত হয়েছেন। বাকি ১৪ জন আহত হয়েছেন। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সময় শনিবার (১৩ জুলাই) ভোর রাতে জাভা প্রদেশের বোয়ুলালি এলাকার সোলো-এনগাউই মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

বোয়ুলালি পুলিশ প্রধান পেট্রাস পারনিনগোতান সিলালাহি বলেন, ‘রাত সোয়া ৩টার দিকে ২২ যাত্রী নিয়ে সুরাবায়া থেকে ইয়োগিয়াকার্তাগামী একটি মিনিবাসের সঙ্গে একটি ইটবাহী ট্রাকের সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনিবাসের চালকসহ ৬ জন নিহত হয়েছেন। বাকি ১৪ জন আহত হয়েছেন এবং দুইজন ক্ষতিগ্রস্ত হননি। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাসের চালক চোখে ঘুম নিয়ে রাস্তায় বেরোনোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা পুলিশের। তবে সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছেন সিলালাহি।