ঢাকাশনিবার , ২৬ অক্টোবর ২০২৪
  • অন্যান্য

ইসরায়েলি হামলায় ইরানে সব ফ্লাইট বাতিল

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৬, ২০২৪ ১২:২১ অপরাহ্ণ । ৩৩ জন

ইরানের সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার (২৬ অক্টোবর) ভোরে এ মামলা করে তারা। হামলার জবাব নেওয়ার জন্য সব ফ্লাইট বাতিল করে দিয়েছে ইরান।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ইসরায়েলের হামলার কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে তারা। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক মুখপাত্র বলেছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে।

ইসরায়েলের রাষ্ট্র্রীয় টেলিভিশন জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনীর সিনিয়র মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, তিনটি সিরজি হামলা সম্পন্ন করেছে ইসরায়েল। আর হামলা চালাবে না ইসরায়েল।

তিনি বলেন, ইরান চলতি মাসের শুরুতে তেলআবিবে যে হামলা চালিয়েছিল তার জবাবে ইসরায়েলি প্রতিক্রিয়া সম্পূর্ণ হয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েল ভূখণ্ডে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পর থেকে চির প্রতিদ্বন্দ্বী ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। হামাসকে লেবানন-ভিত্তিক হিজবুল্লাহ গোষ্ঠীও সমর্থন জানিয়েছেন। হিজবুল্লাহকে সমর্থন জানিয়েছে ইরানও।