ঢাকাবুধবার , ২৮ জুন ২০২৩
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

ঈদের আগে বেড়েছে প্রবাসীদের রেমিট্যান্স আয় : বাংলাদেশ ব্যাংক

পাবলিকহেলথ ডেস্ক:
জুন ২৮, ২০২৩ ৯:৫৪ পূর্বাহ্ণ । ২৬৯ জন

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে জুন মাসের ২৩ দিনে ১৮০ কোটি ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। টাকার অংকে যা ২০ হাজার কোটি টাকা । বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, এপ্রিল ও মে-মাসের চেয়ে বেশি রেমিট্যান্স এসেছে জুন মাসের ২৩ দিনে।সৌদি আরব, আরব আমিরাত, কাতার,কুয়েত,মালয়েশিয়াসহ সারাবিশ্বে ১ কোটির বেশি প্রবাসী কর্মরত আছে।

বাংলাদেশ ব্যাংক বলছে, চলতি জুন মাসের প্রথম ২৩ দিনে প্রবাসীরা দেশে ১৭৯ কোটি ৬৬ লাখ ৪০ হাজার মার্কিন ডলার বা ১৯ হাজার ৪৯৩ কোটি ৫৫ লাখ টাকা পাঠিয়েছেন।

এর আগের এপ্রিল মাসে ১৬৮ কোটি ডলার এবং মে মাসে ১৬৯ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। যথাক্রমে ১৬৮ কোটি ৪৯ লাখ ১০ হাজার ও ১৬৯ কোটি ১৬ লাখ ৩০ হাজার ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা।

কোরবাণীর ঈদের আগে দেশে পরিবার পরিজনের কাছে বেশি করে অর্থ পাঠানোয় প্রবাসী আয় বেড়েছে। মাত্র ২৩ দিনেই আগের মাসের চেয়ে বেশি প্রবাসী আয় দেশে এসেছে।

হুন্ডি কমিয়ে এনে বৈধ পথে প্রবাসী আয় বাড়াতে প্রবাসীদের ডলারের বিনিময় হার খানিকটা বাড়িয়ে ১০৮ টাকা ৫০ পয়সা করে। আর তারপরই বাড়তে থাকে প্রবাসী আয়। এর প্রভাব পড়ে জুন মাসে। এতে দেশে ডলার সংকট কাটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন প্রবাসীরা।