ঢাকামঙ্গলবার , ১৭ সেপ্টেম্বর ২০২৪
  • অন্যান্য

ঋণ দিতে যে ৪ শর্ত বিশ্বব্যাংকের

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৭, ২০২৪ ১১:১২ পূর্বাহ্ণ । ৭০ জন

ব্যাংকিং খাতের সংস্কারে বাংলাদেশকে এক বিলিয়ন বা ১০০ কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা দেয়ার লক্ষ্যে দেশে অবস্থান করছে বিশ্বব্যাংক প্রতিনিধিরা। তবে দেশের ব্যাংক ও আর্থিক খাতের সংস্কার এবং কেন্দ্রীয় ব্যাংককে শক্তিশালীকরণের কাজে এই অর্থ ব্যবহারের জন্য সংস্থাটি চারটি শর্ত বেঁধে দিয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠকে বসেছে সংস্থাটির ৭ সদস্যের প্রতিনিধিদল। এতে নেতৃত্ব দিচ্ছেন বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের কান্ট্রি ডিরেক্টর ম্যাথিও এ ভার্জিনস।

জানা গেছে, ১০০ কোটি ডলারের ঋণ পেতে বাংলাদেশকে যে চার শর্ত মানতে হবে তার মধ্যে রয়েছে, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ আদায়ে সম্পদ ব্যবস্থাপনা কোম্পানির কাঠামো তৈরি এবং কোনো ঋণের প্রকৃত সুবিধাভোগী কে হবেন, তা নির্ধারণে নীতি প্রণয়ন করা।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ফরেনসিক নিরীক্ষা করলে সেটির কার্যপরিধি কী হবে, তা নির্ধারণ করতে হবে। বাংলাদেশ ব্যাংকে বিধি-বিধান বাস্তবায়নে পৃথক বিভাগ গড়ে তুলতে হবে। এছাড়া ঋণের ২৫ কোটি ডলার মিলবে বিনিয়োগ ঋণ ও গ্যারান্টি–সুবিধা হিসেবে ব্যবহারের জন্য।

মূলত, ১০০ কোটি ডলারের মধ্যে নীতি নির্ভর ঋণ হিসেবে পাওয়া যাবে ৭৫ কোটি ডলার, যা মূলত বাজেট সহায়তা হিসেবে দেবে বিশ্বব্যাংক।