ঢাকাবৃহস্পতিবার , ১৫ জুন ২০২৩

এডিস নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে ডিএসসিসি

নিজস্ব প্রতিবেদক
জুন ১৫, ২০২৩ ২:০৯ অপরাহ্ণ । ২৯৯ জন

ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে আগামী রবিবার (১৮ জুন) হতে মাঠ পর্যায়ে কাজ শুরু করবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ঢাদসিক) পদায়নকৃত নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।

আজ বৃহস্পতিবার (১৫ জুন) করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান পদায়নকৃত নির্বাহী ম্যাজিস্ট্রেটদেরকে এ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন এবং আগামী রবিবার হতে মাঠ পর্যায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শুরুর করতে নির্দেশনা দেন।

এ সময় করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো মিজানুর রহমান বলেন, “এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার মাধ্যমে ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণই প্রমাণিত কর্মপন্থা। সেলক্ষ্য আইনী বিধি-বিধানের মধ্যে থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্যই আপনাদের এখানে পদায়ন করা হয়েছে। জনকল্যাণে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা যেমন জরুরি তেমনি সাধারণ মানুষ যেন আরও বেশি সচেতন হন সে বিষয়টিও আপনারা সর্বাধিক গুরুত্ব দেবেন। আশা করি আপনাদের কর্মদক্ষতার মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় আমরা ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে রাখতে পারব।”

এ সময় অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির প্রমুখ উপস্থিত ছিলেন।