ঢাকাবৃহস্পতিবার , ১৫ আগস্ট ২০২৪

এমপক্স : বিশ্বব্যাপী জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৫, ২০২৪ ১১:১৭ পূর্বাহ্ণ । ২৬ জন

এমপক্সের প্রাদুর্ভাবকে দুই বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো বিশ্বব্যাপী জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। যেকোনো স্বাস্থ্য সংকটে এটিই সংস্থাটির জারি করা সবচেয়ে জোরালো সতর্কতা। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবার (১৪ আগস্ট) এমপক্স ভাইরাস সম্পর্কিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি কমিটির বৈঠক শেষে এ ঘোষণা দেয়া হয়।

মূলত আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রসহ প্রতিবেশী কয়েকটি দেশে এমপক্স আক্রান্ত রোগীর সংখ্যা ব্যাপক বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে সংস্থাটি এই সতর্কতা জারি করল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস অ্যাধনম ঘেব্রেয়েসুস বলেছেন, মাঙ্কিপক্স রোগের প্রাদুর্ভাব বিশ্ব জনস্বাস্থ্যের জন্য উদ্বেগের বিষয়। এটি এখন স্পষ্ট যে এই প্রাদুর্ভাব বন্ধ করতে এবং জীবন বাঁচাতে একটি সমন্বিত আন্তর্জাতিক প্রতিক্রিয়া অপরিহার্য।

কঙ্গোতে প্রাদুর্ভাব শুরু হয়েছিল ক্লেড আই নামে পরিচিত একটি স্থানীয় স্ট্রেনের বিস্তারের মাধ্যমে। তবে নতুন রূপটি ক্লেড আইবি নামে পরিচিত। ভাইরাসটি ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমে সহজে ছড়িয়ে পড়তে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে শিশুদের মধ্যে।

আফ্রিকা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (আফ্রিকা সিডিসি) গত সপ্তাহে সতর্ক করে জানায়, ভাইরাস সংক্রমণের বিস্তারের হার উদ্বেগজনক। এমপক্স রোগটি আগে মাঙ্কিপক্স নামে পরিচিত ছিল। ২০২২ সালে এটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে শুরু করে। ওই বছরের জুলাই মাসে মাঙ্কিপক্স বা এমপক্সকে বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।