ঢাকাসোমবার , ৮ জানুয়ারি ২০২৪
  • অন্যান্য

কবে সরিয়ে ফেলা হবে নির্বাচনী পোস্টার

মো: বিপ্লব হোসাইন
জানুয়ারি ৮, ২০২৪ ১২:২৩ অপরাহ্ণ । ২২৯ জন

বড় কোনো সহিংসা ছাড়াই শেষ হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনের প্রার্থীদের কোটি কোটি পোষ্টার এখনও ছেঁয়ে আছে রাজধানীর অলিগলিসহ পুরো দেশে। যা শুধু দৃষ্টিকটুই নয়, রীতিমত পরিবেশ দূষণ করছে। ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদেরে এই পোস্টার পরিস্কার করতে হবে এবার হিমশিম খেতে হবে। একইভাবে পৌরসভাসহ জেলা –উপজেলা পর্যায়েরও পরিচ্ছন্নতাকর্মীদের বেগ পেতে হবে নির্বাচনী পোষ্টার সরিয়ে ফেলতে। সুস্থ ও সুন্দর পরিবেশ রক্ষায় দ্রুত পোস্টারগুলো সরিয়ে নগরীর পরিবেশ রক্ষা জরুরি। তথ্য প্রযুক্তির এই যুগে পোস্টারের ব্যবহার নিয়ন্ত্রণে এ বিকল্প প্রচার-প্রচারণার উদ্যোগ নেয়া জরুরি। কাগজের দাম স্মরণকালের মধ্যে সবচেয়ে বেশি। পোস্টারসহ দেশে ব্যহহৃত কাগজের বড় অংশই আমদানি করতে হয়। এমন কী দেশীয় কাগজ কারখানায় উৎপাদনের জন্য কাঁচামাল বিদেশে থেকে কোটি কোটি ডলার খরচ করে আমদানি করতে হয়। তাই অন্যান্য দেশের মতো পোস্টারের ব্যবহার নামমাত্র রেখে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে প্রচারে মনোযোগ দেয়া জরুরি দেশের স্বার্থে।এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের ইচ্ছেমত পোস্টার ছাপিয়েছে পুরো এলাকা ভরিয়ে দিয়েছে। শহর থেকে গ্রাম সর্বত্রই পোস্টার পোস্টারে ছেঁয়ে আছে। যা দ্রুত সরিয়ে ফেলতে সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্যোগ নেয়া জরুরি।