ঢাকামঙ্গলবার , ১৯ মার্চ ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

করোনায় মৃত্যু ১, শনাক্ত ৩১

নিজস্ব প্রতিবেদক
মার্চ ১৯, ২০২৪ ৪:১৫ অপরাহ্ণ । ৭৭ জন

দেশে গত ২৪ ঘণ্টায় ৩১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে তবে এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে, জনান স্বাস্থ্য অধিদপ্তর। আজ (১৯ মার্চ ২০২৪) মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৯ হাজার ২১৯ জনে। ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৬ হাজার ৪১৪ জন। এবং মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪৯৩ জনে দাঁড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয় ৬০২ জনের নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ১৫ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৭ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দু-দিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।