ঢাকাবৃহস্পতিবার , ২০ জুলাই ২০২৩
  • অন্যান্য

কিশোর-কিশোরীদের তামাকমুক্ত রাখতে পদক্ষেপ গ্রহণ করবে মহিলা বিষয়ক অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক
জুলাই ২০, ২০২৩ ৫:৫৪ পূর্বাহ্ণ । ৩২১ জন

মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতাধীন সকল প্রতিষ্ঠান ধূমপানমুক্ত নিশ্চিত ও তদারকি, প্রশিক্ষণ কারিকুলামে তামাক নিয়ন্ত্রণ অন্তভূক্ত এবং কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের তামাকমুক্ত রাখতে পদক্ষেপ গ্রহণ করবে মহিলা বিষয়ক অধিদপ্তর। আজ (২০ জুলাই ২০২৩) সকাল ১০:০০টায় মহিলা বিষয়ক অধিদপ্তর ও মানস- মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা’র উদ্যোগে অধিদপ্তরের সম্মেলক কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে একথা বলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন।

ফরিদা পারভীন আরো বলেন, বিশাল সংখ্যক জনসংখ্যা নিয়ে কাজ করছে মহিলা বিষয়ক অধিদপ্তর। নারী ও শিশুরা তামাক ও ধূমপানের ভয়াবহতার শিকার হচ্ছেন। বছরে ৬৫ হাজার শিশু পরোক্ষ ধূমপানের কারণে ক্ষতিগ্রস্ত হয়, যা অত্যন্ত উদ্বেগজনক! পরিবারে বাবা ধূমপায়ী হলে এই ভয়াবহতা বেশি হয়ে থাকে। তামাক বিরোধী পদক্ষেপ হিসেবে আমাদের ৪৯২টি উপজেলা ও ৬৪ জেলা অফিস ধূমপানমুক্ত ঘোষণা এবং নিয়মিত তদারকি করা হবে। ৭০০০ এর অধিক কিশোর-কিশোরী ক্লাবের মাধ্যমে তামাকের ক্ষতিকর দিকসমূহ তুলে ধরা হবে। অধিদপ্তরের প্রশিক্ষণ কারিকুলামে তামাক নিয়ন্ত্রণ যুক্ত করা হবে। মহিলাদের ২০ হাজারের বেশি সমিতি রয়েছে সেগুলোর রেজিষ্ট্রেশন ও কার্যক্রমে তামাক বিরোধী প্রচারণা করা হবে। এছাড়াও শুদ্ধাচার প্রক্রিয়ায় ধূমপানের ক্ষতি সম্বলিত বার্তা প্রদান করা হবে বলে জানান তিনি।

মানস এর প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. অরূপরতন চৌধুরী’র সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের জিসিও প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক মো: ইকবাল হোসেন, শিশু দিবাযত্ন প্রকল্পের প্রকল্প পরিচালক শবনম মুস্তারী, আইসিভিজিডি প্রকল্প পরিচালক মোস্তফা কামাল, সচেতনতা শাখার উপ-পরিচালক মাহমুদা বেগম, উপ-পরিচালক আয়েশা সিদ্দিকা, কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মো: লিয়াকত আলী। মানস’র প্রকল্প সমন্বয়কারী উম্মে জান্নাত এর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন ট্রেজারার হোসনে আরা বেগম রিনা।

প্রবন্ধে অধ্যাপক ড. অরূপরতন চৌধুরী বলেন, বাংলাদেশে তামাকজনিত রোগ-বালাই, মৃত্যুহার ও অন্যান্য ক্ষয়-ক্ষতি বিরাট বোঝা হয়ে দাড়িয়েছে। নিজেরা সেবন না করেও তামাকের কারণে পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে অসংখ্য মানুষ। গ্যাটস্-২০১৭ এর তথ্যমতে, ৪৪% প্রাপ্তবয়সী বা ২ কোটি ৫০ লক্ষ মানুষ গণপরিবহনে, প্রাপ্তবয়সী চাকুরিজীবীদের ৪২.৭% বা ৮১ লক্ষ মানুষ কর্মস্থলে এবং ৪ কোটি ৮ লক্ষ মানুষ বাসায়/গৃহ-অভ্যন্তরে পরোক্ষ ধূমপানের শিকার হয়। আইন বাস্তবায়নের মাধ্যমে এই পরিস্থিতি বদলাতে হবে। তামাক কোম্পানিগুলো আমাদের নারী ও শিশুদের দ্বারা তামাক কারখানায় অমানবিক পরিবেশে উৎপাদন কাজ করাচ্ছে। শিশুশ্রম বন্ধে দেশের আইনকেও তোয়াক্কা করে না তারা। আমাদের কিশোর-কিশোরী, তরুণীদের মধ্যে সিগারেট সেবন বাড়ছে মূলত কোম্পানির অপতৎপরতায়। তামাক কোম্পানিগুলো ছোটদের টার্গেট করে দীর্ঘমেয়াদে ভোক্তা বানানোর জন্য। মাদককাসক্তির মূলে রয়েছে ধূমপান। ধূমপান বন্ধ হলে আমাদের তরুণ প্রজন্মের মধ্যে মাদকাসক্তি সমস্যা কমে আসবে।

সেমিনারে বক্তারা আরো বলেন, মহিলারা কর্মক্ষেত্রে অনেক ক্ষেত্রেই পরোক্ষভাবে ধূমপানের কারণে শিকার হচ্ছেন। তাই, তামাকের চাহিদা নিয়ন্ত্রণের পাশাপাশি উৎপাদন বন্ধের দিকে যেতে হবে। ধূমপান ও তামাক নিয়ন্ত্রণে মহিলা বিষয়ক অধিদপ্তরে কাজ করার অনেক ক্ষেত্র আছে। মাঠ পর্যায়ে উঠান বৈঠক, সভা, সচেতনতামূলক ক্যাম্পেইনে এটি যুক্ত করা প্রয়োজন। নিজেদের সকল অধিক্ষেত্রে ‘ধূমপানমুক্ত সাইনেজ’ স্থাপন নিশ্চিত করতে হবে। আইন লঙ্ঘণ করে যারা যত্র-তত্র ধূমপান করেন তাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তি নিশ্চিত ও সেটা প্রচার করতে হবে। বিশ^বিদ্যালয়, ঢাকার অভিজাত এলাকা, রেস্তোরাগুলোতে স্মোকিং জোনে ছেলেদের পাশাপাশি মেয়েদেরকে ধূমপান ও অন্য নেশা সেবন করতে দেখা যাচ্ছে। এটা আমাদের সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধের সাথে সাংঘর্ষিক।

মহিলা বিষয়ক অধিদপ্তরের অর্ধশতাধিক উর্ধ্বতন কমকর্তাবৃন্দ সেমিনারে অংশগ্রহণ করেন।