সকালে মোটরসাইকেলে ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে সদর উপজেলার বিশ্বরোডের দিকে যাচ্ছিলেন নাজমুল। পথে ঘাটুরা নামক স্থানে রাস্তার খানাখন্দের কারণে তার ব্যবহৃত মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে মোটরসাইকেল থেকে নাজমুল ছিটকে পড়েন। এ সময় পিছন থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া শহরে ট্রাকচাপায় নাজমুল করিম নামে এক বিকাশকর্মী নিহত হয়েছেন। সোমবার (১২ আগস্ট) দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কে শহরের ঘাটুরা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাজমুল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কালিসীমা গ্রামের গনি মিয়ারর ছেলে। তিনি মোবাইল ব্যাংকিং বিকাশের সুপারভাইজার হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, সকালে মোটরসাইকেলে ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে সদর উপজেলার বিশ্বরোডের দিকে যাচ্ছিলেন নাজমুল। পথে ঘাটুরা নামক স্থানে রাস্তার খানাখন্দের কারণে তার ব্যবহৃত মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে মোটরসাইকেল থেকে নাজমুল ছিটকে পড়েন। এ সময় পিছন থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল আবাসিক চিকিৎসক মো. সুমন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতালে আনার আগেই ওই বিকাশকর্মীর মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্যে মর্গে রাখা হয়েছে।