ঢাকাবৃহস্পতিবার , ৯ মে ২০২৪
  • অন্যান্য

কৃষিপণ্য সংরক্ষণে আধুনিক হিমাগার নির্মাণ করবে সরকার : বাণিজ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
মে ৯, ২০২৪ ৩:১১ অপরাহ্ণ । ১০৭ জন

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, পেঁয়াজসহ পচনশীল পণ্য সংরক্ষণের জন্য সরকার আধুনিক হিমাগার নির্মাণ করবে। তিনি বলেন, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পেঁয়াজসহ কৃষিপণ্য সংরক্ষণের জন্য “আধুনিক হিমাগার নির্মাণ” শীর্ষক প্রকল্পটি বাস্তবায়ন করবে।

গতকাল (৮ মে) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সদস্য নিজাম উদ্দিন হাজারীর পক্ষে আলাউদ্দিন আহমদে চৌধুরীর এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, প্রকল্পটি হাতে নেওয়ার জন্য ইতিমধ্যে সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন হয়েছে এবং এই সম্ভাব্যতা সমীক্ষা প্রতিবেদন অনুসারে, প্রকল্পটি আর্থিক এবং অর্থনৈতিকভাবে সম্ভাব্য।

প্রকল্পের সুবিধা ব্যাখ্যা করতে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, “কোল্ড স্টোরেজে যেসব পণ্য সংরক্ষণ করা হবে তা সারাদেশের বাজারে মূল্য নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

প্রতিমন্ত্রী বলেন, টিসিবিকে ২০২৪ সালের মার্চ থেকে ২০২৭ সালের জুনের মধ্যে একটি সময়সীমার মধ্যে ৪২৮.৮৬ কোটি টাকার বেশি ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়নের প্রস্তাব করা হয়েছে।

প্রস্তাবটি এখন অর্থ মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন থাকায় অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের পর প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, প্রকল্পের আওতায় ফরিদপুরে ১০ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতার একটি হিমাগার নির্মাণ করা হবে এবং অন্যটি পাবনা জেলায় নির্মাণ করা হবে। মোট ২০ হাজার মেট্রিক টন পেঁয়াজ বা পচনশীল দ্রব্য এতে সংরক্ষণ করা হবে।